সাহায্যের অনুরোধ `গ্র্যাজুয়েট চা-ওয়ালি`র, এগিয়ে এলেন সুপারহিরো সোনু সুদ
`প্রিয়াঙ্কার চায়ের দোকানের সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আর কেউ তাঁকে সরে যেতে বলবে না। আমি নিজে খুব জলদি বিহার আসব। তোমার বানানো চা খাবো।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রশাসনের চোখ রাঙানিতে বন্ধ হয়েছিল প্রিয়াঙ্কার চায়ের দোকান। সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়া অনুরোধ করেছিলেন 'গ্র্যাজুয়েট চা-ওয়ালি'। প্রিয়াঙ্কার সমস্যা সমাধানে এগিয়ে এলেন সুপারহিরো সোনু সুদ। গ্র্যাজুয়েট চা-ওয়ালি, বিহারের প্রিয়াঙ্কা গুপ্তা কয়েকদিন আগে সাহায্য প্রার্থনা করে একটি ভিডিয়ো করেন। সেই ভিডিয়ো নজরে আসতেই সোনু সুদ তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রিয়াঙ্কার উদ্দেশে।
চাকরি না পেয়ে অর্থনীতিন স্নাতক প্রিয়াঙ্কা বিহারের পাটনা অঞ্চলে একটি চায়ের দোকান চালাতে শুরু করেন। কিন্তু তাঁর অভিযোগ, তিনি চায়ের দোকান খোলার কিছু মাস পরই পাটনা মিউনিসিপ্যাল কর্পোরেশন তাঁর দোকান বন্ধ করে দেয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি নাকি জবরদখল করে ওই জায়গায় দোকান করেছেন! এরপরই সকলের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। যা চোখে পড়ে সোনু সুদের।
অর্থনীতিতে স্নাতক প্রিয়াঙ্কা। ২০১৯ সালে তিনি অর্থনীতিতে স্নাতক হন। তারপর থেকে চাকরির জন্য লাগাতার চেষ্টা করেন। কিন্তু কোনও চাকরি পাননি। তাই মা-বাবাকে সংসারে সাহায্য করতে চায়ের দোকান খোলার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। পাটনার বেইলি রোডের উপর উইমেন্স কলেজের সামনে চায়ের দোকান খুলে বসেন প্রিয়াঙ্কা। চলতি বছরের শুরুর দিকেই এই চায়ের দোকান খোলেন তিনি। কিন্তু তারপরই প্রশাসন জবরদখলের অভিযোগ এনে, তাঁর দোকান বন্ধ করে দেয়। যে ঘটনায় একটি ভিডিয়ো করে প্রিয়াঙ্কা পালটা অভিযোগ তোলেন, তিনি যেহেতু একজন মেয়ে হয়ে ব্যবসা করছিলেন, তাই তাঁর দোকানকে টার্গেট করা হয়েছে।
ভিডিয়োয় প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলেন, 'আমি বিহারে অন্য ধরনের কিছু করতে চেয়েছিলাম। আমাকে সাহায্য মানুষজনও করছিল। সমর্থন করছিল এই বিষয়ে। কিন্তু এটা তো বিহার! এখানে মহিলাদের জায়গা রান্নাঘরেই আবদ্ধ। মেয়েরা এখানে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য এগোতে পারে না। তাঁদের এগোতে দেওয়া হয় না। পাটনা জুড়ে যখন নানা ধরনের অবৈধ দোকান, ব্যবসা চলছে, মদ বিক্রি হচ্ছে, তখন সেটা কারও নজরে পড়ে না! কিন্তু যেই একটা মেয়ে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চাইল, তখনই যেন সমস্যা দেখা দিতে শুরু করল! আমার কাজ কি শুধু রান্না করা, ঘর মোছা, বিয়ে করে নিয়ে সংসার করা? ব্যবসা করার কোনও অধিকার কি আমার নেই?'
এই ভিডিয়ো দেখেই এরপর সোনু সুদ টুইট করেন। তিনি লেখেন, 'প্রিয়াঙ্কার চায়ের দোকানের সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আর কেউ তাঁকে সরে যেতে বলবে না। আমি নিজে খুব জলদি বিহার আসব। তোমার বানানো চা খাবো।' উল্লেখ্য, চাকরি না পেয়ে চায়ের দোকান খোলার পর নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেছিলেন, 'দেশে যদি চা-ওয়ালা থাকতে পারে তাহলে চা-ওয়ালি কেন থাকবে না?'