নিজস্ব প্রতিবেদন- সোনু সুদ, যেন ‘মসিহা’। গতবছর করোনার কারণে লকডাউন চলাকালীন দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর কাজে তিনি ব্যতিক্রমী কাজ করেছিলেন। পর্দার ভিলেন হয়ে উঠেছিলেন রিয়েল লাইফের নায়ক। প্রায় ৮-৯ মাস ধরে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কোথায় না কোথায় সাহায্য পাঠিয়েছেন। পরিবর্তে লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ পেয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবার করোনা। আবার অসহায় মানুষ। এবার মানুষের অসহায়তা আরও বেশি। অক্সিজেন আর ভ্যাকসিনের আকাল নিয়ে জেরবার দেশের মানুষ। তার উপর দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যাওয়া লকডাউনে কর্মহীনতার লক্ষ্ণণ। তাই ‘সোনু ভাইয়া’কেই পরিত্রাতা হিসাবে দেখছেন মানুষ, এবছরও।


আরও পড়ুন: করোনা আক্রান্তদের জন্য বড় সাহায্য, ১০০ টা অক্সিজেন কনসেনট্রেটর দিলেন অক্ষয়-টুইঙ্কল


সোনু সুদ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটা ভিডিয়ো। প্রায় ৫০ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা য়াচ্ছে, তাঁর মোবাইল ফোনের স্ক্রিন।তাতে ভেসে উঠছে একের পর এক ফোন আর মেসেজ।মানুষের আর্তিতে খানিক যেন অসহায় অভিনেতাও। লিখেছেন, ‘সবরকম সাহায্য করার চেষ্টা চালাচ্ছি। যদি আপনার কাছে পৌঁছতে না পারি ক্ষমা করবেন।’


 



কিছুদিন আগে কোভিড আক্রান্ত হয়েও ফোনে ফোনেই মানুষকে সাহায্য করার চেষ্টা চালিয়ে গেছেন সোনু। করোনার দ্বিতীয় ঢেউয়ে ওষুধ, অক্সিজেনের অভাবে মানুষ যখন পর্যুদস্ত, তখনই তাঁরা সাহায্যের ফোন আর মেসেজ করে চলেছেন তাঁদের ‘মসিহা’ সোনু ভাইয়াকে। সোনুও জানিয়েছেন, ‘ফ্রি কোভিড হেল্প’ পরিষেবার কথা। এই প্রকল্পের মাধ্যমে অনলাইনে বিনামূল্যে কোভিড পরীক্ষা এবং চিকিৎসার সুযোগের কথা ঘোষণা করেছেন তিনি।