নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত হওয়ার কারণে অভিনেত্রী জারিনা ওয়াহাবকে পুনরায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে! এখবর অস্বীকার করলেন অভিনেত্রীর ছেলে তথা অভিনেতা সূরজ পাঞ্চোলি। এমনকি, আদিত্য পাঞ্চোলির COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথাও অস্বীকার করলেন সূরজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সূরজ পাঞ্চোলি জানান, ''আমার মা (জারিনা ওয়াহাব) বাড়িতেই রয়েছেন। এমনকি বাবারও (আদিত্য পাঞ্চোলি) COVID-টেস্টের রিপোর্ট পজিটিভ আসেনি। ১০দিন আগেই মা হায়দরাবাদ থেকে ফিরেছেন। ওখানে উনি তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। বাবা তাঁকে হাসপাতালে নিয়ে যান, তখন মায়ের COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।''


আরও পড়ুন-মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডিমিন ছিলেন দীপিকা, NCB-কে জানালেন ম্যানেজার


সূরজ আরও জানান, ''মায়ের করোনার কোনও লক্ষণ ছিল না। তাঁকে হাসপাতালে ভর্তি করার ৫ দিন পর ছেড়ে দেওয়া হয়। তাঁর COVID-টেস্টের রিপোর্ট পরে নেগেটিভ আসে। তারপর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন।'' জারিনা ওয়াহাব নিজেও জানান, ''আমি ভালো আছি। বাড়িতেই আছি। ২৪ সেপ্টেম্বরই আমার হোম কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে। বাড়িতে বিশ্রামে রয়েছি।''


প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে গত রবিবার বাড়ি ফিরে যাওয়ার পর ফের জারিনা ওয়াহাবকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে অনেক সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এমনকি আদিত্য পাঞ্চোলিরও COVID টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে প্রকাশিত হয়েছিল। তবে সেই সমস্ত খবর ভুল বলে জানালেন সূরজ পাঞ্চোলি।