নিজস্ব প্রতিবেদন: আশা ক্ষিণ হচ্ছে ক্রমশই। শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে অবস্থার আরও অবনতি হয়েছে। শেয পাওয়া খবর অনুযায়ী, চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে সৌমিত্রর অবস্থা। ইতিমধ্যে পরিবারকেও জানানো হয়েছে সেই কথা। শেষ ২৪ ঘন্টায় দ্রুত অবস্থার অবনতি ঘটেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  ''ডিসেম্বরে আবার আসব''! তেহট্টের বাড়িতে ফিরবেন সুবোধ, কিন্তু কফিনবন্দি হয়ে


চিকিৎসকরা বলছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিস্থিতি চিকিৎসকদের প্রায় হাতের বাইরে। চিকিৎসকরাও এখনও 'মিরাকল'-এর কথাই বলেছেন। সৌমিত্রর মস্তিষ্ক প্রায় অচল। ব্রেন ডেথ কিনা এ বিষয়ে এখনই কিছু জানাচ্ছে না হাসপাতাল।আজ শনিবার বিকেলে এমনই খবর মিলেছে হাসপাতাল সূত্রে। 


মাল্টি অর্গান ফেলিওর হয়েছে। নানাভাবে সাপোর্ট দিয়ে লড়াই চালাচ্ছেন চিকিৎসকেরা। অরিন্দম করে জানিয়েছেন , "বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।" শরীরে অক্সিজেনের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সম্পূর্ণ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। 100% ফেডারেশন সাপোর্টে রেখে দেওয়া হয়েছে। প্লাসমাফেরেসিস বা ডায়ালিসিস তেমনভাবে কোন কাজ করছে না।