নিজস্ব প্রতিবেদন: হীরালাল সেন জীবনকৃতি পুরস্কার তুলে দেওয়া হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে। মঙ্গলবার, BFTCC-র তরফে এই পুরস্কার তুলে দেওয়া হয় কিংবদন্তি এই অভিনেতার হাতে। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING




সম্প্রতি, ২০১৮র জানুয়ারি মাসে ফ্রান্স সরকারের তরফে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান 'লিজিয়ঁ-দ্য-নর' সম্মানে সম্মানিত করা হয়। এছাড়াও তাঁর কর্মজীবনে বহু পুরস্কার পেয়েছেন এই স্বনামধন্য অভিনেতা।  ২০০৪ সালে ভারত সরকারের তরফে সৌমিত্র চট্টোপাধ্যায়কে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। ২০১২ সালে তিনি পাল দাদাসাহেব ফালকে পুরস্কার। এছাড়াও সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার সহ একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।