ওয়েব ডেস্ক: একই সঙ্গে বহু প্রতিভা তাঁর। বিশেষত, অভিনেতা হিসাবে তাঁকে আমরা চিনলেও লেখক, আবৃত্তিকার ধারাভাষ্যকার হিসাবেও সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছি। এবার তাঁকে আমরা দেখব আরও একটু অন্যভাবে, অন্য ভূমিকায়। তাঁর এই প্রতিভার কথা হয়ত এর আগে অনেকেরই অজানা ছিল। বিষয়টি জানা গেল, দেবজ্যোতি মিশ্রের ফেসবুক পোস্ট থেকে। এবার বাংলা সিনেমায় সঙ্গীতশিল্পী হিসাবেও এবার আমরা পাব এই প্রবাদপ্রতীম শিল্পীকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিচালক অতনু ঘোষের সিনেমা '‍ময়ূরাক্ষী'‍র জন্য গান গাইলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গায়ক হিসাবে তাঁকে পেয়ে অভিভূত খোদ সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রও। তিনি লিখেছেন বার্ধক্যকে তোয়াক্কা না করে কীভাবে অবলীলায় গান তুলে নিয়ে সুর, তাল লয়ে গেয়ে ফেললেন তিনি।



জানা গিয়েছে মূলত বাবা ছেলে সম্পর্ক নিয়েই তৈরি হবে পরিচালক অতনু ঘোষে 'ময়ূরাক্ষী'‍ ছবিটি।  সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এখানে দেখা ‌যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী, ইন্দ্রাণী হালদারের মত কলাকুশলীদের।


আরও পড়ুন- 'যিনি আমার স্বামীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন, তাঁকে মেয়ে বলি কীভাবে?'