BJP-তে যোগ `অপরাধ`! অভিনেতাকে নাটক থেকে ছাঁটলেন `অসহিষ্ণু` বাম Sourav Palodhi
সৌরভ পালোধি বনাম কৌশিক কর: থিয়েটার মঞ্চেও এত অসহিষ্ণুতা!
নিজস্ব প্রতিবেদন: সৌরভ পালোধি (Sourav Palodhi) পরিচালিত নাটক 'ঘুম নেই' থেকে বাদ পড়লেন কৌশিক কর (Koushik Kar)। বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন, তাই তাঁকে বাদ দেওয়া হল বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এমনটাই লিখলেন নাটকের পরিচালক সৌরভ পালোধি। কৌশিকের অভিযোগ, কোনও ফোন বা মেসেজ তাঁর কাছে আসেনি,সোশ্যাল মিডিয়ায় 'চল ফোট' লিখে কটাক্ষ করেছেন সৌরভ। লিখেছেন বিজেপিতে যোগ দেওয়াই অন্যতম কারণ।
অভিনেতা হিসেবে কৌশিককে (Koushik Kar) বাদ দেওয়া হলে তাঁর দুঃখ ছিল না, যেহেতু ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করাটাকে অপরাধ হিসেবে দেখানো হয়েছে, তাতে অপমান করা হয়েছে ভারতীয় জনতা পার্টিকে, মত কৌশিকের। সৌরভ পালোধির (Sourav Palodhi) কথায়, 'কৌশিক খুব ভালো বন্ধু। কৌশিককে নাটক থেকে বাদ দেওয়া হয়নি। যেহেতু বামমনস্করা সবাই একসঙ্গে মিলে এই নাটক তৈরি করেছিলেন, সেহেতু বাম ছাড়া অন্য মতাদর্শকে বাদ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত একার নয়, দলের প্রত্যেকেরই এক মত।'
কৌশিকের (Koushik Kar) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,'ফ্যাসিজিম চলছে। শিল্প ও রাজনীতি এক নয়। আমরা এই ধরনের আচরণ করে পরের প্রজন্মকে কী শিক্ষা দিচ্ছি? 'ঘুম নেই' নাটকে এক মেহনতি মানুষের চরিত্রে অভিনয় করছিলেন কৌশিক কর। এই চরিত্রটিকে মঞ্চে কাস্তে হাতুড়ি হাতে অভিনয় করতে দেখা যায়, সেটাই কি তবে কারণ? বাম মনোভাবাপন্ন সকলেই তো আর কাস্তে হাতুড়ি নিয়ে ঘুরে বেড়ান না!'
৮ মার্চ বিজেপিতে (BJP) যোগ দেন কৌশিক কর (Koushik Kar)। কেন হঠাত্ বিজেপিতে যোগ দিলেন? কৌশিক (Koushik Kar) বলেন,'আমি দীর্ঘদিন মঞ্চে চাষির চরিত্রে অভিনয় করেছি, চাষিদের অভাব অভিযোগ তুলে ধরেছি। কিন্তু একটা সময়ের পর মনে হচ্ছিল আমি ব্যর্থ অভিনেতা। নিজে মাঠে নেমে কাজ না করতে পারলে লাভ নেই। মুর্শিদাবাদে শ্বশুরবাড়ির কাছে এক জমিতেই মাছের চাষ করতে শুরু করি। কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। আমি নিজেকে শুধু শিল্পী বা অভিনেতা নয়, আমি নিজেকে এগ্রিকালচারিস্ট বলি। আর আসল কথা হল (একটু মজা করেই) একা থেকে কাজ করতে পারছিলাম না তাই একটি সংগঠনের সঙ্গে যুক্ত হলাম। শুধু সৌরভ নয়, নবারুণ ভট্টাচার্যের ছেলে তথাগতও আমাকে বাদ দিয়েছেন। 'অটো' নাটকটি আমিই পরিচালনা করতাম। সেই নাটকের কপিরাইটও কিনেছিলাম, এখন তিনি কপিরাইট ফেরত চাইছেন। তাহলে কি সত্যিই শিল্পীদের কোনও জায়গা নেই? নাটকে কল্পনারূপ যা থাকে তা আজ বাস্তবে ফুটে উঠছে, খারাপ লাগছে। সৌরভ যোগাযোগ করেছিল আমার সঙ্গে, আমি ক্ষমাও করে দিয়েছি। কিন্তু বন্ধু হিসাবে। তবে ভারতীয় জনতা পার্টিকে করা অপমান আমি ভুলব না, তাই ইমোজি দিয়ে উত্তর দিয়েছি, কথা বলার ভাষা ছিল না।''
সৌরভ জানান, ''কৌশিক আমার খুব ভাল বন্ধু। আমি ওকে খুব ভাল করে চিনি। আমি দুশো শতাংশ নিশ্চিত যে ওকে কোনওভাবে জোর করে জয়েন করানো হয়েছে। ও মানসিকভাবে বিজেপির মতাদর্শকে বিশ্বাস করার মানুষ নয়। আমি আন্দাজই পাইনি, পেলে আটকাতাম। এখনও বলছি, যদি সত্যিই ও বন্ধু হিসাবে আমার সঙ্গে সত্যিটা শেয়ার করে, আই উইল বি দ্য ফার্স্ট পার্সন যে ওর জন্য লড়ব, ওকে বের করে আনব। আমি যোগাযোগও করেছি, ও আমায় এড়িয়ে গেছে বলেই আমার ধারণা। আর যদি ফেসবুক পোস্টের কথা বল, ওই সময় মাথা কাজ করে নি , সিদ্ধান্তটা আমি একাও নিই নি। আমাদের দলের একটি হোয়াটস অ্যাপ গ্রুপ আছে সেটাতেই ওকে বলতে গিয়েছিলাম। হঠাত্ দেখলাম ও পঁচিশে ফেব্রুয়ারি গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছে। তাই প্রকাশ্যে জানিয়েছি। কিছুদিন আগে যে মানুষটি আমাকে বলে যে, নির্বাচনের আগে একবার 'ঘুম নেই' নাটকটি মঞ্চস্থ করা দরকার, সেই মানুষটির মতাদর্শ কি এত তাড়াতাড়ি বদলে যেতে পারে? আবারও বলছি ও যদি ফেঁসে গিয়ে থাকে, আমি ওকে সেখান থেকে বের করে আনবই, আবার আমরা এক মঞ্চে 'ঘুম নেই' নাটকটি মঞ্চস্থ করব''।
আরও পড়ুন- Katrina-র রাজকীয় ভ্যানিটি ভ্যান, দেখুন