নিজস্ব প্রতিবেদন: অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে (Srabanti Chatterjee) ঘিরে আবারও নয়া গুঞ্জন। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে পড়়েছেন অভিনেত্রী। একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা।  সম্প্রতি অভিরূপের জন্মদিনও সেলিব্রট করেছেন একসঙ্গে। অভিরূপকে একটি বহুমূল্যের আংটিও উপহার দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কী এমন হল যে একে অপরের থেকে মুখে ঘোরালেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:Rabindranath Tagore death anniversary: ছবির নাম 'বাইশে শ্রাবণ'-ই দেবেন, কেন অনড় ছিলেন মৃণাল সেন?


সম্প্রতি জি ২৪ ঘন্টাকে শ্রাবন্তী জানিয়েছেন, তিনি প্রপারলি সিঙ্গল। তাহলে কি তাঁর জীবন এখন প্রেমহীন? বুদ্ধিমত্তার সঙ্গে সেই প্রশ্ন অবশ্য এড়িয়ে যান তিনি। অভিনেত্রী বলেন, জীবনে প্রেম তো সবসময়ই আছে। কিন্তু তিনি সিঙ্গল। অনেক সময়ই অভিনেত্রীরা ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করতে চাননা। কিন্তু এবার শ্রাবন্তীর ইনস্টাগ্রাম প্রোফাইলে অভিরূপের অনুপস্থিতি কি ভাঙনের ইঙ্গিত দিচ্ছে! 



কিছুদিন আগেই সোশাল সাইটে শ্রাবন্তীর একটি ভিডিও দেখে তাঁর প্রশংসা করে মন্তব্য করেন অভিরূপ। সেই মন্তব্য থেকে নানা বিতর্ক সৃষ্টি হলে সেই মন্তব্য ডিলিট করে দেন অভিরূপ। এবার দেখা যাচ্ছে শ্রাবন্তীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই উধাও অভিরূপ। তাঁকে আনফলো করেছেন অভিনেত্রী। অন্যদিকে অভিরূপের ভাই অভিনন্দনকে ইনস্টায় ফলো করছেন শ্রাবন্তী। পাশাপাশি রবিবার সকালেই নিজের কয়েকটি ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, তাঁর ফোকাস যাত্রায়, গন্তব্যে নয়। কোনও কাজ শেষ করার থেকে সেই কাজ করার প্রক্রিয়াই তাঁর বেশি পছন্দের। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)