নখে কাস্তে হাতুড়ি তারা, ব্রিগেডে Sreelekha
দ্ব্যর্থ বোধক শব্দে শ্রীলেখা লিখেছেন, `We are red dddddyyyy`। অর্থাৎ তাঁর লাল, তাঁরা তৈরি।
নিজস্ব প্রতিবেদন : সাদা নেল পলিশের উপর লাল দিয়ে আঁকা কাস্তে-হাতুড়ি-তারা। ব্রিগেড চললেন অভিনত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। ব্রিগেডে যাওয়ার আগের মুহূর্তের ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। দ্ব্যর্থ বোধক শব্দে লিখেছেন, 'We are red dddddyyyy'। অর্থাৎ তাঁর লাল, তাঁরা তৈরি।
শ্রীলেখা বরাবই বাম সমর্থক। আর তা নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি তিনি। তবে বহুদিন ধরে প্রকাশ্যেই বামেদের হয়ে সরব হতে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্র (sreelekha mitra)কে। তাঁর ব্রিগেড যাওয়ার ইঙ্গিত আগে থেকেই ছিল, এবার সরাসরিই বামেদের ব্রিগেডে যাওয়ার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তবে সমালোচকদের অভাব হয় না। শ্রীলেখা কেন মধ্যমাতে 'কাস্তে হাতুড়ি তারা'র ছবি আঁকলেন তা নিয়েও প্রশ্ন তুলে বসেন এক নেটিজেন। তবে যিনি প্রশ্ন তুলেছেন, তিনি হয়তবা খেয়াল করেননি, শ্রীলেখা মিত্র সবকলি আঙুলের নখেই কাস্তে-হাতুড়ি-তারার ছবি এঁকেছেন। কারণ, তিনি তাঁর পোস্টে আরও একটি আঙুলের ছবি পোস্ট করেছেন, সেখানেও স্পষ্ট দেখা যাচ্ছে কাস্তে-হাতুড়ি-তারার ছবি।
আরও পড়ন-এখানে আসব বলে চুলে লাল রং করেছি, Brigade-এ দেখা হবে, খেলা হবে : Sreelekha
Posted by Anik Dutta on Saturday, 27 February 2021
কিছুদিন আগে যাদবপুরে শহিদ কমরেড মইদুল ইসলাম মিদ্য়া স্মরণে আয়োজিত একটি সভায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে (sreelekha mitra)। জনসমক্ষেই বলেছিলেন, ''এখানে আসব বলে চুলে লাল রং করিয়েছি। ভয় নেই সবুজ, গেরুয়া করব না।''