নিজস্ব প্রতিবেদন : গত ২৭ সেপ্টেম্বর হঠাৎই বাবাকে হারান অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বাবার হঠাৎ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে লিখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন অভিনেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৯ সেপ্টেম্বর শ্রীলেখা মিত্র ফেসবুকে বাবা সন্তোষ মিত্রের বেশকিছু ছবি দিয়ে লেখেন, ''আমার প্রিয় পুরুষ, আমার প্রিয় মানুষ বাবা..., যাঁর কাছে তাঁর কন্যাই শ্রেষ্ঠ, আমার খুঁটিনাটি বিষয় তাঁর জানা চাই, মতামত না চাইলেও দেওয়া চাই। আমার ভালো কিছু হলে  আমার থেকেও যে মানুষটি বেশি খুশি হয়, সেই দুম করে মরে গেলো...।এটা আমি মানতে পারছি না, চাইছিও না। আমার বাবা আমার কাছি কী, সেটা আমরা শুধু দুজনই জানি। 


বাবাগো তোমার সাথে কথা হয়েছিলো, তুমি আমায় বোঝাবে যে তুমি আমার কাছে আছো। সেটা এমনি এমনি আমায় প্রুফ দিয়ে বোঝাবে বলে রাখলাম, নাহলে তোমায় ছাড়তে পারছি না, ছাড়বো না। এইভাবে কষ্টে থাকবো, তুমি দেখবে। আমায় প্রুফ দাও...।''


আরও পড়ুন-'গুপ্তশত্রু, তন্ত্র-মন্ত্র' থেকে বাঁচতে চান? উপায় বাতলাচ্ছেন Sudipa Chatterjee



মা বেশ কয়েকবছর আগেই চলে গিয়েছিলেন, এবার বাবাকেও হারালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বাবা-মায়ের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ''আমার আইডল আমার বাবা-মা, আমার সবকিছু, হারিয়ে ফেললাম।'' বাবার সঙ্গে ছবি দিয়ে আরও একটি পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ''আমি তোমায় ছেড়ে বাঁচবো কী করে বাবা, বাবা আমায় নিয়ে নাও''।




জানা যায়, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) বাবা সন্তোষ মিত্রও একজন অভিনেতা ছিলেন। সন্তোষ মিত্র বামপন্থী আদর্শে বিশ্বাসী ছিলেন বলে জানা যায়। আর বাবার দেখানো পথেই শ্রীলেখা নিজেও নিজের মধ্যে বামপন্থী আদর্শ লালন করে এসেছেন বলে জানা যায়। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)