নিজস্ব প্রতিবেদন : সত্যিই জীবন বড়ই অনিশ্চিত। তা আরও একবার মনে করিয়ে দিল কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু। গিয়েছিলেন দুবাইতে অভিনেতা মোহিত মরওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। জীবনের শেষ দিনগুলিতে দুবাইতে ওই বিয়ের অনুষ্ঠানে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশির সঙ্গে ছিলেন অভিনেত্রী। শ্রীদেবী এভাবে চলে যাবেন, খুব স্বাভাবিক ভাবেই একথা কেউ কল্পনাও করতে পারেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সব থেকে দুঃখজনক, শেষবেলায় মার সঙ্গে থাকতে পারেননি শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। 'ধড়ক'-এর শ্যুটিং থাকায় মোহিত মরওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি জাহ্নবী। আর বড় মেয়েই ছিল শ্রীদেবী সব থেকে বেশি কাছের। কিছুদিন আগেও 'ল্যকমে ফ্যাশন উইক- ২০১৮'তে মেয়ে জাহ্নবীর সঙ্গে দেখা গিয়েছিল শ্রীদেবীকে।   


শ্রীদেবীর সোশ্যাল সাইটেই দেখা যাচ্ছে মাত্র ২-৩দিন আগেই মোহিত মরওয়ার বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেছিলেন শ্রীদেবী। দেখুন শ্রীদেবীর শেষবেলার সেই মুহূর্তগুলি...