নিজস্ব প্রতিবেদন: শ্রীদেবী মৃত্যুতে মন ভার হয়নি এরকম খুব কমই আছে। শুধু বলিউড কেন, 'চাঁদনি'র মৃত্যুতে 'সদমা'য় খোদ গুগলের সিইও সুন্দর পিচাই। তাঁর টুইটার হ্যান্ডেলেও উঠে এল শ্রীদেবীর স্মৃতিচারণা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৮৩ সালে শ্রীদেবী অভিনীত 'সদমা' তাঁর অন্যতম সেরা ছবি। ওই ছবিতে শ্রীদেবীর অভিনয় সেসময় বহু পুরুষের হৃদয়েই ঝড় তুলেছিল। একজন যুবতী কীভাবে স্মৃতি হারিয়ে কিশোরীর মত হয়ে উঠতে পারে, তা অসামান্য অভিনয় দক্ষতায় ফুটিয়ে তুলেছিলেন শ্রী। আর তাঁর সেই চরিত্র সেসময় অনেক পুরুষের হৃদয়েই গোপনে প্রেমের সঞ্চার করেছিল, তা বলাই বাহুল্য। শুধু কমল হাসানই নয়, অনেক পুরুষই হয়ত অস্ফুটে বলেছিলেন 'নাই বা স্মৃতি ফেরত এল, থাক না এমনটাই'।


তেমনই শ্রীদেবীর সেই 'সদমা'র অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন খোদ গুগলের সিইও সুন্দর পিচাই। টুইটারে তিনি লিখেছেন, ''তাঁর 'সদমা'য় অভিনয় আমার ভীষণ পছন্দের। বাড়ির সকলের সঙ্গ বসে সিনেমাটি দেখার স্মৃতি এখনও আমার মধ্যে তাজা। অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। তাই তাঁর চলে যাওয়ায় মন ভারাক্রান্ত হওয়াটাই তো স্বাভাবিক।তাঁর আত্মার শান্তি কামনা করি। ''  



প্রসঙ্গত, কিছুদিন আগেই স্ত্রীর চলে যাওয়া নিয়ে সোশ্যাল সাইটে লম্বা একটা পোস্ট করেছিলেন বনি কাপুর। তারই উত্তরে রিটুইট করেন সুন্দর পিচাই। প্রসঙ্গত, সুন্দর পিচাই সুন্দর পিচাই ভারতীয় বংশোদ্ভুত। তাঁর আদি বাড়ি ছিল চেন্নাইতে। আর শ্রীদেবী বাড়িও তামিলনাড়ু শিবাকসি গ্রামে।