নিজস্ব প্রতিবেদন : পূর্ব নির্ধারিত সূচি মেনেই  'X=প্রেম' ছবির শ্যুটিং শুরু করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) শ্যুটিংয়ের ফাঁকে একটু অন্যভাবে দেখা গেল পরিচালককে। কাজের ফাঁকে ক্রিকেটে মন দিলেন সৃজিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাইট অ্যাকশন ক্যামেরা নয়, এক্কেবারে অন্য মেজাজে।  মাথায় হেলমেট, পায়ে ক্রিকেট প্যাড পরে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সেই ছবি নিজেই নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন পরিচালক। ক্যাপশানে লিখেছেন, ''A little knocking around during shooting break''।


আরও পড়ুন-জয়ের ছকভাঙা সুরে Srijato-ছবিতে Arijit ও Shreya-কে নতুন ভাবে শুনবেন শ্রোতারা



প্রসঙ্গত, সৃজিত (Srijit Mukherji)  তাঁর 'অতি উত্তম' ছবির শুটিং শেষ করেছেন আগেই, চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। আপাতত তিনি ব্যস্ত 'X=প্রেম' নিয়ে। এই ছবিতে এক্কেবারে ইয়ঙ্গ ব্রিগেড নিয়ে কাজ করছেন তিনি। অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty), মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত এবং শ্রুতি দাস ছবির মুখ্য চারটি চরিত্র। প্রেম, বিরহ, রোম্যান্টিক ফ্লেভারের মাঝে সৃজিতের স্পেশাল টাচ তো থাকছেই, সেই চমক দেখার অপেক্ষায় সকলে।  


এদিকে, ভারতের সর্বকালের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার ক্রিকেটার মিতালি রাজের বহু প্রতীক্ষিত বায়োপিকও রয়েছে সৃজিতের ঝুলিতে।  ‘সাবাশ মিঠু’ ছবিটিও পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। তিনি নিজেও যে ক্রিকেট প্রেমী তাই ওই ছবি ঘিরে তাঁর যে প্রবল আগ্রহ থাকবে তা বলাই বাহুল্য। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)