Jeet, Srijit Mukherji, Chengiz, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই প্রথম একই দিনে বাংলা ও হিন্দি দুটি ভাষায় একসঙ্গে মুক্তি পেল কোনও বাংলা ছবি। জিতের প্রযোজনায় ঈদের আগের দিন মুক্তি পেয়েছে ‘চেঙ্গিজ’। নীরজ পাণ্ডের গল্প অবলম্বন করে তৈরি এই ছবির হাত ধরেই এবার বলিউডে পা রাখলেন জিৎ।  প্রথমদিন থেকেই এই ছবি দেখতে হলে ভিড় জমিয়েছেন জিতের ফ্যানেরা। হলের বাইরে পড়েছে মালা, সিটিও পড়ছে হলে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে নানা জায়গায় হাউজফুল যাচ্ছে এই ছবি। সূত্রের খবর, পাঁচদিনে প্রায় ৩ কোটি টাকা আয় করেছে এই ছবি। ছবির এই সাফল্য দেখে জিতের প্রশংসায় পঞ্চমুখ সৃজিত মুখোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Baisakhi Banerjee| Sovan Chatterjee: ওজন নিয়ে খোঁটা, শোভনের পরামর্শে চোখের জল মুছলেন বৈশাখী!


চেঙ্গিজের গল্পের শুরু ১৯৭০ সালে। সেন্ট্রাল কলকাতা, ডক, ইস্ট কলকাতায় তখন ডনেদের রাজ। কিন্তু তারা কেউ ইতিহাস গড়তে পারেনি বা ইতিহাসের মোড় ঘোরাতে পারেনি, যে ইতিহাস বদলেছে সে হল জয়দেব সিং ওরফে চেঙ্গিজ। কেন জয়দেব থেকে চেঙ্গিজ হয়ে উঠল সে, যার বাবা ও মামা পুলিস সে কী করে হয়ে উঠল ড্রাগের ব্যবসায়ী সেই গল্পই লিখেছেন বলিউডের অ্যাকশন থ্রিলার স্পেশালিস্ট গল্পকার-পরিচালক নীরজ পাণ্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়। বাংলা থেকে উত্তরপ্রদেশ এমনকী বাংলাদেশেও তাঁর রাজ। আউট অ্যান্ড আউট অ্যাকশনে ভরপুর এই ছবি।


জিতের প্রশংসা করে সৃজিত মুখোপাধ্যায় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সিনেমা সম্পর্কে আপনার দৃঢ় প্রত্যয় বজায় রাখতে এবং প্যান ইন্ডিয়া পর্যায়ে বড় স্বপ্ন দেখতে অনেক কিছুর প্রয়োজন। চেঙ্গিজ বাংলায় মশালা বিনোদনের পুনঃপ্রতিষ্ঠার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে। ভবিষ্যতের দিকে এরকম নির্ভীকভাবে এগিয়ে যাওয়ার জন্য জিৎকে অভিনন্দন!’ সেই ট্যুইট শেয়ার করে জিৎ লিখেছেন, ধন্যবাদ। সঙ্গে হাত জোরের একটি ইমোটিকন।



প্রসঙ্গত, প্রথম দিন এই ছবির কালেকশন ছিল একদম মাত্র ৩৫-৪০ লাখ। প্রযোজনা সংস্থার তরফে ছবির কালেকশন প্রকাশ্যে আনা হয়নি। তবে জানা যাচ্ছে যে ‘চেঙ্গিজ’ ছবির দ্বিতীয় দিনের মোট আয় ৯৫ লক্ষ টাকা, যার মধ্যে হিন্দি ছবির আয় ৩৫ লক্ষ ও বাংলা ছবির আয় ৬০ লক্ষ অর্থাৎ দ্বিতীয় দিন একলাফে আয় বেড়েছে ১৭০ শতাংশ। সুতরাং সব মিলিয়ে দু-দিনে এই ছবির আয় দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকার আশেপাশে। মঙ্গলবার অবধি গত ৫ দিনে প্রায় ৩ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি।


আরও পড়ুন- Aindrila Sharma: মেয়েকে ছাড়া প্রথমবার দিদি নং ১-র সেটে, রচনাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন ঐন্দ্রিলার মা...


এই প্রথম একই দিনে বাংলা ও হিন্দি দুটি ভাষায় একসঙ্গে মুক্তি পেল কোনও বাংলা ছবি। নীরজ পাণ্ডের গল্প অবলম্বন করে তৈরি এই ছবির হাত ধরেই এবার বলিউডে পা রাখলেন জিৎ। প্রসঙ্গত, টলিউডে যেমন ইদ মানেই জিতের ছবি সেরকম বলিউডে ইদ মানেই সলমান খানের ছবি। চার বছর পর মুক্তি পেল সলমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধেছেন সলমান। সেই ছবি নিয়েও উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে বাংলার পাশাপাশি ঐ একইদিনে হিন্দিতেও মুক্তি পেল জিতের চেঙ্গিজ। বলিউডে এবার বাংলার সুপারস্টারের মুখোমুখি সলমান খান।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)