আপনি কি নগ্ন হবেন? জবাবে বিশেষ ভিডিয়ো পোস্ট করলেন শ্রীলেখা
শ্রীলেখা মিত্রর কাছে তাঁর ইউটিউব চ্যানেলে `ন্যুড কনটেন্ট` রয়েছে এমন কোনও ভিডিয়ো দেখার ইচ্ছা প্রকাশ করে বসলেন।
নিজস্ব প্রতিবেদন: ইউটিউব চ্যানেল খুলেই নগ্ন ছবি বা ভিডিয়ো দেখার জন্য উঁকি ঝুঁকি মারেন। এমন লোকজনের সংখ্যা নেহাতই কম নেই। এমনই একজন ব্যক্তি অভিনেত্রী শ্রীলেখা মিত্রর কাছে তাঁর ইউটিউব চ্যানেলে 'ন্যুড কনটেন্ট' রয়েছে এমন কোনও ভিডিয়ো দেখার ইচ্ছা প্রকাশ করে বসলেন। নেটিজেনের এমন অদ্ভুত ইচ্ছার যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী।
নেটিজেনের আবেদন রেখেই নিজের ইউটিউব চ্যানেল 'আমি শ্রীলেখা'তে 'ন্যুড কনটেন্ট'-এর একটি ভিডিয়ো বানিয়ে পোস্ট করেছেন শ্রীলেখা। তবে একটু অন্যভাবে। ওই ব্যক্তির বিকৃত মানসিকতার জবাবে মনোবিদের কাছ থেকে বিশেষ পরামর্শও তাঁর ভিডিয়োতে যোগ করেছেন অভিনেত্রী। সবটাই করেছেন অভিনব উপায়ে।
আরও পড়ুুন-এ কী অবস্থা! শরীরচর্চা করে হাত পেশীবহুল করে ফেললেন শ্রাবন্তী?
আরও পড়ুন-মেয়ে সামাইরাকে সঙ্গে নিয়েই করিনার সঙ্গে জমিয়ে পার্টি করলেন করিশ্মা