Aryan বাড়ি ফেরায় `মন্নত` পূরণ, সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে পারেন শাহরুখ
২৮ অক্টোবর মাদক মামলায় আরিয়ান খানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট।
নিজস্ব প্রতিবেদন: মাসখানেক জেলে থেকে শনিবার ঘরে ফিরেছেন আরিয়ান খান। তাঁকে স্বাগত জানাতে সেজে উঠেছিল মন্নত। ঢাক, ঢোল বাজানো হয়েছে। পুড়েছে আতশবাজি। হনুমান চালিশা পাঠও হয়েছে। শোনা যাচ্ছে, ছেলেকে ফিরে পেয়ে মুম্বইয়ের জাগ্রত সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে যেতে পারেন শাহরুখ খান।
মন্নতে গণেশ চতুর্থী উদযাপন করেন শাহরুখ। তাঁর ঘরেও রয়েছেন গণপতির মূর্তি। খান পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, আরিয়ানের মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন শাহরুখ। ছেলের মুক্তির পর সিদ্ধিবিনায়ককে ধন্যবাদ জানাতে মন্দিরে যাবেন কিং খান। চলতি বছরও নেটমাধ্যমে বাপ্পার ছবি দিয়ে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছিলেন।
২৮ অক্টোবর মাদক মামলায় আরিয়ান খানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। তবে জামিন প্রক্রিয়া শেষ করতে একদিন সময় লাগে। শনিবার জেল থেকে মুক্তি পান শাহরুখ-তনয়।
আরও পড়ুন- Sohini Sarkar: রবিবাসরীয় সকালে কার সঙ্গে জলকেলিতে মত্ত সোহিনী?