নিজস্ব প্রতিবেদন : সুশান্তকে মারার জন্য অচেতন করার বন্দুক ব্যবহার করা হয়ে থাকতে পারে। সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী এমনই দাবি করেন। তাঁর সেই টুইট ভাইরাল হয়ে যায়। আর এরপরই সুশান্ত মৃত্যুর ঘটনায় CBI, ED-র পাশাপাশি NIA-তদন্ত করুক এমনই দাবি করেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটার ব্যবহারকারী লেখেন, ''আজ অচেতন করার বন্দুকের (Stun Gun) ব্যবহার সম্পর্কে পড়লাম। যে দাগগুলি ছিল, সেগুলি অচেতন করার এই বন্দুকের ব্যবহারেই হওয়া সম্ভব। পঙ্গু করে দিতে এধরনের বন্দুক ব্যবহার করা হয়ে থাকে।'' এই টুইটটি ভাইরাল হয়ে যাওয়ায় নজর এড়ায়নি বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি লেখেন, '' কীভাবে এই বন্দুকটি আরব সাগরের সীমান্তবর্তী দেশ থেকে চোরাপথে আনা হয়েছিল? NIA-এর এই তদন্তে যোগ দেওয়া উচিত।''


আরও পড়ুন-সুশান্তের সাড়ে ৪ কোটির ফিক্সড ডিপোজিট কেন ভেঙেছিলেন? রিয়াকে প্রশ্ন ইডির





প্রসঙ্গত, সম্প্রতি সুশান্তের দেহ যে অ্যম্বুলেন্স চালক নিয়ে গিয়েছিলেন, তিনি দাবি করেন, ''সুশান্তের পা মোচরানো ছিল। গোটা দেহ হলুদ হয়ে গিয়েছিল।''


এদিকে সুশান্ত মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করছে CBI। এই মামলায় ইতিমধ্যেই সুশান্তের বাবা, ও দিদি মিতু সিংয়ের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। CBI তদন্তের শুরুতেই সুশান্তকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত।


আরও পড়ুন-সুশান্তের মৃত্যুর আগে ও পরে 'AU'-কে ৪৪ বার ফোন রিয়ার, কে এই 'AU'?