Subhashree Ganguly Baby Name: ইউভানের বোন ‘ইয়ালিনী’, রাজ-শুভশ্রীর মেয়ের নামের অর্থ কী?
Subhashree Ganguly-Raj Chakraborty: চলতি বছরের জুন মাসেই দ্বিতীয় সন্তান আসার খবর শেয়ার করেছিলেন তারকা দম্পতি। তারকা দম্পতি ছেলে ইউভানের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানান যে দাদা হিসাবে ইউভানের প্রমোশন হতে চলেছে। বৃহস্পতিবার দাদা হল ইউভান। তার ছোট বোনের নাম ইয়ালিনী, জানালেন রাজ ও শুভশ্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে খুশির হাওয়া। ফের বাবা-মা হলেন রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly)। বৃহস্পতিবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সুখবর সকলের সঙ্গে নেটপাড়ায় শেয়ার করেন রাজ। তবে শুভশ্রী জানালেন তাঁদের সদ্যোজাতর নাম। ছেলে ইউভানের(Yuvaan) সঙ্গে মেয়ের নাম রাখলেন তারকা দম্পতি।
আরও পড়ুন-Subhashree Ganguly 2nd Baby: লক্ষ্মীবারে ঘরে এল লক্ষ্মী, দ্বিতীয়বার বাবা-মা হলেন রাজ-শুভশ্রী...
চলতি বছরের জুন মাসেই দ্বিতীয় সন্তান আসার খবর শেয়ার করেছিলেন রাজ ও শুভশ্রী। তারকা দম্পতি ছেলে ইউভানের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানান যে দাদা হিসাবে ইউভানের প্রমোশন হতে চলেছে। সেই দাদা ইউভানের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রাখলেন অভিনেত্রী। শুভশ্রী লেখেন, যে তাঁর মেয়ের নাম ইয়ালিনী চক্রবর্তী(Yaalini Chakraborty)।
ইয়ালিনী চলতি বাঙালি নাম নয়, এটি হিন্দি শব্দ। ইয়ালিনী আসলে দেবী সরস্বতীর অন্য নাম। এই নামের আরেক অর্থ হল যে যাঁর কন্ঠে জাদু। অনেক ছোট থেকেই ইউভানে গানের প্রতি একটা ঝোঁক দেখা গেছে। নোটপাড়ায় সেই ভিডিয়োও আপলোড করেছেন শুভশ্রী। নায়িকার দাদা জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও গান গাইতে দেখা গেছে ইউভানকে। এবার একেবারে সরস্বতীর নামেই নিজের নামকরণ করলেন অভিনেত্রী।
আরও পড়ুন-Sayani Datta Marriage: বিয়ের পিঁড়িতে সায়নী! অভিনেত্রীকে বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর...
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরবেলা এল সুখবর। দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী। পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন অভিনেত্রী। চলতি বছরের জুন মাসেই দ্বিতীয় সন্তান আসার খবর শেয়ার করেছিলেন তারকা দম্পতি। তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নায়িকা। অবশেষে বৃহস্পতিবার দুপুরে নতুন সদস্যকে স্বাগত জানালেন তারকা দম্পতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)