নিজস্ব প্রতিবেদন: পরনে বেনারসী, গলায়, হাতে রুদ্রাক্ষের মালা, কানে ঝুমকো, পায়ে আলতা ও নূপুর, সিঁথিতে সিঁদুর। খানিকটা যেন যোগিনী দুর্গার বেশেই ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  পরিণীতার বেশ ছেড়ে যোগিনীর বেশে ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বছরও একটি সংস্থার উদ্যোগে পুজোর বিশেষ গান ও ভিডিয়োর শ্যুট করেন পরিচালক রাজ চক্রবর্তী। যেখানে মিমি, নুসরত, শুভশ্রী, বনির সঙ্গে দেখা গিয়েছিল জিৎ গঙ্গোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রাজ চক্রবর্তীর পরিচালনায় সেই পুজোর গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠে। গতবছরের মিউজিক ভিডিয়োটির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবছরও ওই সংস্থার তরফে পুজোর গানের বিশেষ ভিডিয়ো শ্যুট করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই শ্যুটের জন্যই এমন যোগিনীর বেশে সেজেছিলেন রাজের পরিণীতা। 


আরও পড়ুন-জ্বরে কাবু, অভিনেতা নীল নিতিন মুকেশের অসুস্থ মেয়েকে গান গেয়ে ভোলালেন আশা ভোঁসলে




তবে শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ই নন এই গানের ভিডিয়োতে তাঁর সঙ্গে এবারও দেখা যাবে মিমি, নুসরতকে। পুজোর গানের জন্য তাঁদেরও সেই সাজ সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।







তবে এবছরও পুজোর এই বিশেষ মিউজিক ভিডিয়োতে সৌরভ ও জিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কিনা তা অবশ্য জানা যায়নি।


আরও পড়ুন-সোহম-অরুণিমা ভাঙা সম্পর্ক কি জোড়া লাগবে? উত্তর দেবে '১৭ই সেপ্টেম্বর', দেখুন কী ঘটেছে...