নিজস্ব প্রতিবেদন : সামনে মালদ্বীপের নীল সমুদ্র। তারই সামনে টিয়া সবুজ রঙের পোশাকে দেখা গেল শুভশ্রী (Subhashree Ganguly)কে। খোলামেলা পোশাকে অনাবৃত উরু। চোখে রোদ চশমা। ক্যামেরার সামনে এভাবেই পোজ দিয়েছেন নায়িকা। শনিবার সকালে শুভশ্রীর এমনই হট ছবিতে কাবু নেটপাড়া।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশকিছুদিন আগে ছোট্ট যুবানকে সঙ্গে নিয়ে মালদ্বীপে (Maldives) গিয়েছিলেন রাজ-শুভশ্রী (Raj-Subhashree)। সেখান থেকেই নানান মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারকা দম্পতি। কখনও হোটেলের পুলে জলকেলির ছবি, কখনও বা ছোট্ট যুবানকে নিয়ে সুইম স্যুটে দেখা গেছে অভিনেত্রীকে। যে সমস্ত পোস্ট নিয়ে কিছু লোকজন আবার ট্রোল করতেও ছাড়েননি। ভারী চেহারা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। তবে এদিন খোলামেলা পোশাকে হট লুকে যেন সে সব সমালোচনারই জবাব দিলেন অভিনেত্রী। ছবি পোস্ট করে শুভশ্রীর ক্যাপশান, ''সমুদ্রের গর্জন হল আত্মার সঙ্গীত।''  


আরও পড়ুন-মাতৃহারা Koushani Mukherjee, মাত্র ৫৩-তেই চলে গেলেন অভিনেত্রীর মা



মা হওয়ার পর ইতিমধ্যেই শ্যুটিং সেটে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে বসা ছাড়াও খুব শীঘ্রই ছবির কাজেও হাত দিতে চলেছেন তিনি। পাশাপাশি বেশকিছু ফটোশ্যুটেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)