নিজস্ব প্রতিবেদন: ''লাজে রাঙা হল কনে বৌ গো, মালাবদল হবে এরাতে''। হ্যাঁ, এই রাতেই হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় জুটি রাজ-শুভশ্রীর মালাবাদল। আর এই মালাবদল ঘিরেই তোড়জোড় হচ্ছে বাওয়ালি রাজবাড়িতে। কলকাতা থেকে কিছু দূরে স্বপ্নের এই প্রাসাদে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। সম্পূর্ণভাবে বাঙালি রীতিনীতি মেনেই হচ্ছে এই বিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ শুক্রবার সকালে হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের সময় সাদা- সোনালী পোশাকে, ফুলের সাজে এদিন শুভশ্রীকে দেখাচ্ছিল বেশ। তবে এদিন গায়ে হলুদ অনুষ্ঠানের সময় শুভশ্রীর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, বন্ধু-বন্ধবরাই উপস্থিত ছিলেন মূলত। গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে। দেখুন, সেই ভিডিও-





আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়ার আগে রাজের গায়ে হলুদ, দেখুন ভিডিও