নিজস্ব প্রতিবেদন : জোর কদমে চলছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। তৃণমূল, বিজেপি থেকে সিপিএম, সব দলই ভোটের প্রচারে ব্যস্ত। প্রচারের জন্য নতুন স্লোগান তৈরি করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। বিজেপিও নিজেদের মত করে প্রচার কাজ চালাচ্ছে। তবে এরই মধ্যে ভোটের আগে ভাইরাল 'টুম্পা সোনা' গানকেই হাতিয়ার করল বামেরা। 'টুম্পা সোনা' গানের প্যারোডি বানিয়ে তাকেই এবার ভোটের প্রচারে কাজে লাগাতে চলেছে বামফ্রন্ট। তবে এবার এই গান নিয়েই মহা ফাঁপরে পরেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বামেদের তৈরি 'টুম্পা সোনা'র প্যারোডিটি ফেসবুকে পোস্ট করে সুদীপ্তা লিখেছেন, ''বলছি যে... আমি আর কোথায় কোথায় যাবো ভাইটি ???
আমাকে নিয়ে এত টানাটানি কেনো??? গাল কামড়াতে কামড়াতে আর বিষম খেতে খেতে মরে যাবো তো এবার !!! '' কিন্তু হঠাৎ 'টুম্পা সোনা' প্যারোডি নিয়ে সুদীপ্তা চক্রবর্তী কেন মুশকিলে পরলেন? আসলে সুদীপ্তার ডাক নাম 'টুম্পা'। আর 'টুম্পা সোনা' গানে যে তাঁর নামটিই বারবার উঠে আসছে। সত্যি জ্বালাতনই বটে! তবে সুদীপ্তা এই পোস্টটি করেছেন নেহাতই মজা করে। 


আরও পড়ুন-আসছে হীরালাল সেনের বায়োপিক, প্রথম চলচ্চিত্র নির্মাতার সম্পর্কে এই তথ্য গুলি জানেন?



সুদীপ্তা চক্রবর্তীর এই পোস্টের নিচে অনেকেই মজা করে বিভিন্ন কমেন্ট করেছেন। দেখুন কে কী লিখেছেন...



তবে 'টুম্পা সোনা' গানটি মতোই এই প্যারোডি-টিও কিন্তু বেশ ভাইরাল। ইতি মধ্যেই কয়েক মিলিয়ন ভিউ হয়েছে গানটির।


আরও পড়ুন-দেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা Hiralal Sen-র বায়োপিক এবার বড় পর্দায়