Aryan Khan: `ভালোবাসি দাদা`, আরিয়ানের জামিনের পর স্বস্তির পোস্ট সুহানার
দেশের বাইরে চিন্তায় প্রহর গুনছিলেন বোন সুহানা।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ২৬ দিন পর জামিন পেলেন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। মাদক মামলায় জেলে দিন কাটাচ্ছিলেন আরিয়ান। মঙ্গলবার ও বুধবার পরপর দুদিন আরিয়ান খানের (Aryan Khan) জামিনের শুনানি স্থগিত রাখেন বিচারপতি নিতিন সাম্বর। বুধবারই কোর্টের কাছে ১ ঘণ্টা সময় চেয়েছিলেন এনসিবির আইনজীবী অনিল সিং। বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে শুরু হয় আরিয়ানের শুনানি। দু -পক্ষের সওয়াল জবাবের পর অবশেষে জামিন পেলেন শাহরুখ পুত্র।
ছেলের জামিনের খবরে যেন প্রাণ ফিরে পেয়েছে মন্নত। আরিয়ানের ঘরে ফেরার সংবাদ পেয়ে উচ্ছ্বাসিত শাহরুখ ফ্যানেরা ভিড় বাড়তে শুরু করেন মন্নতের সামনে। নেপথ্যের আড়ালে থেকেই ছেলের জন্য লড়ছিলেন শাহরুখ, আরিয়ানের জামিনের জন্য ভগবানের কাছে মানত করেছিলেন গৌরী। দেশের বাইরে চিন্তায় প্রহর গুনছিলেন বোন সুহানা।
মার্কিন মুলুকে বসে দাদার জামিনের খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন যেন। সোশ্যাল মিডিয়ায় তারই প্রকাশ করেছেন শাহরুখ তনয়া। ২১ বছর বয়সী শাহরুখ কন্যা এদিন ইনস্টাগ্রামে পোস্ট করল একই ফ্রেমে বন্দি শাহরুখ, আরিয়ান ও সুহানার সাদা-কালো ছবি। সঙ্গে ক্যাপশনে সুহানা লিখেছেন ‘আই লাভ ইউ’।
আরও পড়ুন, গ্রেফতারির আশঙ্কা Sameer Wankhede-র, আপাতত রক্ষাকবচ দিল হাইকোর্ট
তারপরেই আবেগে ভাসছেন নেটিজেনরা। দাদা-বোনের ভালোবাসার ছবি মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। প্রসঙ্গত, গত ২ অক্টোবর মাদকপার্টি থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর পরদিন এনসিবি গ্রেফতার করে তাঁকে। দুদফায় জামিন খারিজের পর এনসিবি হেফাজত থেকে গত ৮ অক্টোবর জেল হেফাজতের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকেই আর্থার রোড জেলে বন্দি আরিয়ান খান।
এরপরই বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী অমিত দেশাই। বম্বে হাইকোর্টে সতীশ মানশিন্ডে বা অমিত দেশাই নয়, আরিয়ানের হয়ে সাওয়াল জবাব করলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। অন্যদিকে এনসিবির হয়ে সওয়াল জবাব করলেন এএসজি অনিল সিং। বিচারপতি নিতিন সাম্বরের সিঙ্গেল বেঞ্চের কাছে দুই পক্ষই নিজেদের সমর্থনে বক্তব্য পেশ করেছেন।