নিজস্ব প্রতিবেদন : মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করছেন সুহানা খান। সম্প্রতি এমনই ইঙ্গিত দেন শাহরুখ পত্নী গৌরি খান। সেই জল্পনা শেষ হতে না হতেই এবার ভাইরাল হল শাহরুখ কন্যা সুহানার স্নানের ছবি। সেখানে দেখা যায়, বিকিনি পরে পুলের পাশে দাঁড়িয়ে রয়েছেন সুহানা। সঙ্গে রয়েছেন তাঁর বন্ধু। সুহানার ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। কিন্তু, শুধু ছবি নয়, এবার ভাইরাল হল শাহরুখ কন্যার স্নানের ভিডিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : টাইগারের সঙ্গে সম্পর্ক নিয়ে কি বললেন দিশা?


যে ভিডিওতে এক বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে সুহানাকে। নীল জলের পাশে যেভাবে দেখা যাচ্ছে সুহানা খানকে, তাতে যেন আরও মোহময়ী লাগছে বাদশা খান কন্যাকে।


আরও পড়ুন : সোনামকে বেনজির আক্রমণ শাহিদের


জানা যাচ্ছে, বন্ধুর সঙ্গে ছুটি কাটানোর সময়ই সুহানা খানের ওই ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে ইতিমধ্যেই বলিউডে বেশ শোরগোল শুরু হয়। পড়াশোনা শেষ করার আগেই কি এবার রূপোলি পর্দায় আসতে চলেছেন কিং খান কন্যা, সেটা অবশ্য সময়ই বলবে। দেখুন সুহানা খানের সেই ছবি এবং ভিডিও..