নিজস্ব প্রতিবেদন: ফের ইন্টারনেটে ঝড় তুললেন সুহানা খান৷ নতুন বছরের শুরুতে বন্ধুদের নিয়ে য়খন আলিবাগের বাংলোয় যান সুহানা, সেই সময় শাহরুখ কন্যার একটি ছবি ঘিরে শুরু হয় জোর শোরগোল৷ যেখানে এক বন্ধুর গালে চুম্বন করতে দেখা যায় সুহানাকে৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : 'মুখোশ পরে হামলা করে নিজেদের পুরুষ বলো?' JNU নিয়ে বিস্ফোরক সুনীল শেঠি
দেখুন সেই ছবি..


 



২০২০ সালের শুরুতে (Shah Rukh Khan) শাহরুখের আলিবাগের বাংলোয় হাজির হন সুহানা খান৷ কিং খানের আলিবাগের বাংলোয় সুহানার সঙ্গে হাজির হন আরিয়ান খান এবং আব্রহামও৷ পাশাপাশি সুাহানার বন্ধু অনন্যা পান্ডেসহ একঝাঁক বনধু নিয়ে আলিবাগের বাংলো আলো করে বসে থাকেন শাহরুখ-কন্যা৷ গোটা রাত ধরে চলে পার্টি৷ কিন্তু কার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে চুম্বন করছেন (Suhana Khan) সুহানা খান, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি৷
এদিকে সম্প্রতি শাহরুখ খান কেন তাঁর পরবর্তী সিনেমার ঘোষণা করছেন না, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়৷ শুধু তাই নয়, শাহরুখ যদি খুন শিগগিরই তাঁর নতুন সিনেমার নাম ঘোষণা না করেন, তা আত্মহত্যা করবেন বলে হুমকি দেন কিং খানের এক ভক্ত৷