নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২৬ দিন কেটে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তদন্ত এগোয়নি। কবে বিচার পাবেন এসএসআর! এই প্রশ্নেই এবার ফের তেড়েফুড়ে উঠলন নেটিজেনদের একাংশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : এক টুকরো সাদা কাপড় জড়িয়ে ছুটে বেড়াচ্ছেন সৈকতে, ভাইরাল বিপাশা বসুর ছবি






নেট জনতার একাংশের দাবি, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি। তাঁর আত্মহত্যার গল্প আগে থেকেই সাজানো ছিল। একজন মেধাবী অভিনেতা কীভাবে আত্মহত্যা করতে পারেন, তা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেন নেট জনতা। শুধু তাই নয়, এবার মহারাস্ট্র সরকারের কাছে বিচারের দাবিতে সরব হচ্ছেন প্রয়াত অভিনেতার অনুগামীরা। পাশাপাশি সুশান্তের মৃত্যুতে মহারাস্ট্র সরকার যাতে সিবিআই তদন্তের অনুমতি দেয়, সে বিষয়ে ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে বেশ কয়েকটি হ্যাশট্যাগ। যার মধ্যে অন্যতম #MahaGovtCBIForSSR। 


আরও পড়ুন :  গ্যাঙস্টার বিকাশ দুবের ভূমিকায় মনোজ বাজপেয়ী? কী বললেন অভিনেতা!


সবকিছু জেনেবুঝেও মুম্বই পুলিস অপরাধীদের বিরুদ্ধে কোনও বিযবস্থা নিচ্ছে না বলেও অনেকে অভিযোগ করেনি। বলিউডে অন্য সেলেবরা কেন সুশান্তের মৃত্যু নিয়ে চুপ করে রয়েছেন বলেও প্রশ্ন তোলেন অনেকে। বি টাউনে কোথায় কী হচ্ছে, তা সেলেবদের মধ্যে অনেকেই জানেন। সেই কারণে সবকিছু জেনেবুঝেও তাঁরা মুখে কুলুপ এঁটে রয়েছেন বলে আক্রমণ করতে শুরু করেন নেট নাগরিকদের একাংশ।