সঞ্জয় দত্তের ‘ভূমি’তে আরও বোল্ড সানি, দেখুন ছবি
ওয়েব ডেস্ক: জোরকদমে চলছে সঞ্জয় দত্ত –র নতুন ছবি ভূমি –র শ্যুটিং। ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। নতুন ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত সঞ্জয় দত্ত । জানিয়েছেন, এরকমই একটি অন্যধাঁচের ছবির জন্য তিনি অপেক্ষা করছিলেন। ভূমি ছবির গল্প বাবা-মেয়ের। যেখানে বাবা-র ভূমিকায় সঞ্জয় দত্ত এবং মেয়ে এবং নাম ভূমিকায় অভিনয় করছেন অদিতি রাও হায়দারি । ছবির পরিচালক এবং সহ-প্রযোজক ওমং কুমারও নতুন রূপে সঞ্জয় দত্ত-কে নিয়ে খুবই আশাবাদী। ভূমিতে একটি আইটেম সং –য়ে দেখা যাবে সানি লিওনে –কে। আইটেম সং –য়ে নিজের লুক নিজেই টুইটারে পোস্ট করলেন তিনি। দেখে নিন ছবিগুলি।