নিজস্ব প্রতিবেদন : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাই ব্যস্ততার শেষ নেই। কাজের চাপে মাঝে মাঝে নাওয়া-খাওয়া ভুলতে হয় বেবি ডলকে। তারই নমুনা  বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে দিলেন সানি লিওন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাদা রোব পরে ওয়াক-ইন-ক্লোজেটে দাঁড়িয়ে সানি। মুখে ভ্যাবাচাকা খাওয়ার ছাপ স্পষ্ট। এক হাতে সাদা বাটিতে ব্রেকফাস্ট ধরে কি করবেন বুঝতেই পারছেন না। লিখেছেন, "যখন তুমি একই সাথে খাও আবার বের হওয়ার জন্য রেডিও হও" ...


আরও পড়ুন-নেপালে গানের কনসার্টে গিয়ে গুরুতর অসুস্থ সোনু নিগম



নেটিজেনদের নজর কেড়েছে অবশ্য অন্য কিছু। সানির ক্লোজেট ভর্তি জুতোর কালেকশান সত্যিই যে কোনো মেয়ের স্বপ্ন। বেশিরভাগ জুতোই স্নিকারস্ ধরনের। আবার কিছু হিলস্ও আছে। শুধু জুতোই না, ক্লোজেটের উপরের তাকে লাল, কালো, সাদা নানা রঙের টুপি। এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে সানি এই ওয়ার্ডরোব গিফট করার জন্য তাঁর বর ড্যানিয়েলকে ধন্যবাদ জানিয়েছিল। 


কেউ কেউ বলছেন, এত রকম জুতো থাকলে পরতে গিয়ে তো সমস্যা হবেই। তবে জিনিস যত বেশি. সমস্যাও যে ততটাই বেশি তা এক কথায় বলাই যায়।    


আরও পড়ুন-'ভাবিজি' সৌম্যা ট্যান্ডনের বাড়িতে আগুন, হাত পুড়ল অভিনেত্রীর