ওয়েব ডেস্ক: এবার আর সিনেমা টিনেমা নয়। একেবারে গোটা একটা ক্রিকেট টিমই কিনে ফেললেন বেবি ডল সানি লিওনে! বক্স ক্রিকেট লিগে একটা গোটা ক্রিকেট টিম কিনে ফেলেছেন সানি লিওনে। 'চেন্নাই সোয়েজার্স' নামে এই টিমে রয়েছেন মৌনী রায়, সংগ্রাম সিংহের মতো টেলিভিশনের এক ঝাঁক তারকা। ক্রিকেট টিমের মালকিন হতে পেরে খুশিতে আপ্লুত সানি। জানিয়েছেন, তিনি ছেলেবেলায় খেলাধুলো করতে খুবই ভালোবাসতেন। ক্রিকেট, ফুটবল তাঁর প্রিয় খেলা ছিল। এবার সেই ক্রিকেট টিমের মালকিন হতে পেরে তিনি খুবই খুশি।


চেন্নাই সোয়েজার্স টিমের মিউজিক ভিডিওতে দেখা যাবে খোদ মালকিন সানিকে। সিনেমার পর্দায় তো অনেক খেলই দেখিয়েছেন। এবার খেলার মাঠেও তাঁকে খেল দেখাতে দেখা যাবে। আবার এর জন্য খুবই উচ্ছ্বসিত তিনি। রয়েছে তাঁর নানারকম প্ল্যানও। সানির এক ঘনিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, চেন্নাই সোয়েজার্সের খেলার সময় মাঠে উপস্থিত থেকে তিনি দলের সদস্যদের এনকারেজ করবেন। যে টিমের মালকিন সানি লিওনে সেই টিম খেলা কেন সব কিছুতেই যে বেশ এনার্জিটিক হবে তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না।