ওয়েব ডেস্ক: দেশের এক জনপ্রিয় ইংরাজি দৈনিক আয়োজিত ফেসবুক লাইভে নিজের সম্পর্ক এবং পরিবার নিয়ে খোলামেলা আলোচনা করলেন প্রাক্তন পর্নশ্রী তথা বলিউড ডিভা সানি লিওন। "যদি জীবনে কখনও সন্তানলাভের সৌভাগ্য অর্জন করি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ থাকব আমি", সাফ জানালেন সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে নিজের পরিবার চান, একথাও পরিষ্কার জানিয়েছেন এই বলি ডিভা। 


পরিবার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে সানি জানান, "আমি ব্যক্তিগতভাবে এখনই মা হতে চাই। কিন্তু আমি এখনও এমন কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছি না"। শিশুদের প্রতি নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে সানি লিওন নিজের এক অভিজ্ঞতার কথাই তুলে ধরেন। "একবার একটা শিশু আমার কোলে এত আদর খেয়েছে যে নিজের মায়ের কাছেই যেতে চাইছিল না", হাসতে হাসতে এই অভিজ্ঞতার কথাই ব্যক্ত করেছেন সানি লিওন। এরপর সম্পর্ক প্রসঙ্গে সানি নিজের মত জানাতে গিয়ে বলেন, "কমিউনিকেশন এবং শ্রদ্ধা, এই দুটি বিষয়ই সম্পর্কে সবথেকে জরুরী। কমিউনিকেশন ছাড়া কখনই ওপর প্রান্তের মানুষটিকে চেনা যায় না। আর শ্রদ্ধা এমন একটি বিষয় যা একটা নির্দিষ্ট সীমারেখা তৈরি করতে শেখায়। কতটা পর্যন্ত বলা উচিত আর কোনটা বলা উচিত নয়, এটাই বুঝিয়ে দেয় পারষ্পরিক শ্রদ্ধা"।