নিজস্ব প্রতিবেদন : মহারাষ্ট্রের লাতুর থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন। সেদিন থেকেই তাঁদের জীবন যেন এক্কেবারে পাল্টে গিয়েছিল। তাই দত্তক নেওয়ার এক বছর পর এবার মেয়েকে নিয়ে আপ্লুত হয়ে পড়লেন সানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : এখন নিউ ইয়র্কের রাস্তায় নাচছেন প্রিয়াঙ্কা!


নিজের সোশ্যাল হ্যান্ডেলে সানি লেখেন, গত ১ বছর আগে নিশাকে কোলে তুলে নিয়েছিলেন তাঁরা। নিশার হাজিরায় তাঁদের জীবন যেন আমূলভাবে পাল্টে গিয়েছে। সারা জীবন যেন নিশাকে তাঁরা এভাবেই আগলে রাখতে পারেন। সেই ইচ্ছাও প্রকাশ করেন বলিউড অভিনেত্রী। পাশাপাশি নিশাকে তিনি খুব ভালবাসেন। এবং নিশা তাঁর হৃদয়ের কাছাকাছি বলেও মন্তব্য করেন প্রাক্তন নীল তারকা।


আরও পড়ুন : বলিউড অভিনেতাকে দেখলে চিনতে পারবেন না...


 



নিশার পর সানি এবং ড্যানিয়েলের জীবনে আরও দুই পুত্র সন্তান আসে। বর্তমানে তিন সন্তানকে নিয়ে সুখেই ঘর করছেন সানি এবং ড্যানিয়েল।