ওয়েব ডেস্ক: বুঝুন কাণ্ড, এতদিন তো লুকিয়ে চুরিয়ে কোনও রকম লোক জানাজানি না করে একা, সঙ্গোপনে সানিকে নিয়ে শিহোরিত হয়েছেন, এবার সেসবের বালাই নেই, সানি থাকবে শরীরে শরীরে। সানিকে কাছে পেতে চাইলে শরীর জড়িয়েই থাকবে সুগন্ধি, যত খুশি 'সানি সেবন', 'সানি গ্রহণ'। 


লাস্ট। এই সুগন্ধিরই প্রচার করছেন বলিউড ডিভা তথা পর্ন তারকা সানি লিওন। এর আগে কন্ডোমের বিজ্ঞাপনে অনেকের হৃদয় হরণ করেছিলেন সানি, এবার সানি আরও এক ভোগ্যপণ্যের প্রচারে। সুগন্ধির প্রচার করছেন সানি লিওন। নিজের টুইটারে সেই ছবিও পোস্ট করেছেন এই বলিউড তারক।