পবন হংস শশ্মানে হবে শেষকৃত্য, সেখানে পৌঁছেছেন সুশান্তের পরিবার ও বন্ধুরা
মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শশ্মানে সম্পন্ন হবে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য।
নিজস্ব প্রতিবেদন : মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শশ্মানে সম্পন্ন হবে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানানো হয়েছে। বিকেল ৪টের সময় সুশান্তের দেহ হাসপাতাল থেকে সোজা শশ্মানে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যেই মুম্বই এসে পৌঁছেছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং রাজপুত সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সোমবার সকালে সুশান্তকে শেষবারের জন্য দেখতে হাসপাতালে গিয়েছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। ইতিমধ্যেই সুশান্তের শেষকৃত্য়ে উপস্থিত থাকতে পৌঁছেছেন সুশান্তের প্রাক্তন বান্ধবী কৃতি শ্যানন, সহ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা সহ আরও অনেকেই।
আরও পড়ুন-হাসপাতালে পৌঁছলেন সুশান্তের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী
আরও পড়ুন-সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়েছেন অঙ্কিতা! অভিনেত্রীর শেষ পোস্ট ভাইরাল
প্রথমে সুশান্তের শেষকৃত্য় পাটনায়, দেশের বাড়িতে হবে বলে একটা খবর শোনা গিয়েছিল। পরে সেই তথ্য খারিজ করে দেয় সুশান্তের পরিবার। সুশান্তের ঘনিষ্ঠ বন্ধুদের অনুরোধ মেনে মুম্বইতেই শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।