সুশান্তের মৃত্যুর পর করণ, সলমন, একতাদের বিরুদ্ধে মামলা খারিজ করলেন বিচারক
মুজফ্ফরপুর আদালতের ওই মামলা খারিজ করে দেওয়া হয়
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিহারের মুজফ্ফরপুর আদালতে করণ জোহর, একতা কপুর, যশরাজ ফিল্মসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যা নিয়ে শুরু হয়ে যায় জোর শোরগোল। আইনজীবী সুধীর কুমার ওঝা ওই মামলা দায়ের করেন মুজফ্ফরপুর আদালতে। এবার সেই মামলা খারিজ করে দিলেন সংশ্লিষ্ট আদালতের বিচারক মুকেশ কুমার।
আরও পড়ুন : 'আপনি অঙ্কিতার যোগ্য নন', সুশান্তের মৃত্যুর পর কটাক্ষের মুখে অভিনেত্রীর বন্ধু বিকি জৈন
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিহারের আইনজীবী সুধীর কুমার ওঝা বলিউডের তাবড় কয়েকজন সেলেবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মধ্যে নাম রয়েছে করণ জোহর, সলমন কান, একতা কাপুর এবং যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়ার। এবার ওই মামলা খারিজ করে দিলেন মুজফ্ফরপুর আদালতের বিচারক।
এদিকে সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরব হন রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন, পায়েল রোহতগিরা।