নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিংয়ের মৃত্যুর ২ মাস পার হয়ে গিয়েছে। এবার প্রয়াত অভিনেতার বন্ধু সন্দীপ সিংকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সুশান্তের পরিবার সন্দীপ সিংকে চিনত না বলেই দাবি করেছে। কখনও সুশান্তের মুখে সন্দীপের নাম শোনা যায়নি বলেও জানানো হয়। অথচ সুশান্তের মরদেহ দেখে যখন অভিনেতার দিদি মিতু সিং ব্যান্দ্রার ফ্ল্যাটে অজ্ঞান হয়ে পড়ে যান, সেখানে  হাজির ছিলেন সন্দীপ সিং। এমনই জানিয়েছেন সুশান্তের ভাগ্নী মল্লিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ​'আই অ্যাম সরি বাবু', মর্গে গিয়ে সুশান্তের মরদেহের পাশে দাঁড়িয়ে ক্ষমা চান রিয়া?


সুশান্তে মৃত্যুর পর সন্দীপ সিংয়ের দিকে আঙুল তুলতে শুরু করেন অনুগামীরা। তখন অবশ্য তিনি কোনও মন্তব্য করেননি। এমনকী, সম্পূর্ণ নিজের স্বার্থে সন্দীপ সিং সুশান্তের মৃত্যুর পর বিভিন্ন মন্তব্য করতে শুরু করছেন বলে অভিযোগ প্রয়াত অভিনেতার পরিবারের। এবার সেই সন্দীপ সিংকেই সিবিআইয়ের তরফে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।


আরও পড়ুন : অবৈধ প্রবেশ, সুশান্তের ময়নাতদন্তের সময় হাসপাতালে ৪৫ মিনিট ছিলেন রিয়া?


এদিকে সুশান্তের মৃত্যুর পর কেন লুকিয়ে কুপার হাসপাতালে প্রবেশ করেন রিয়া, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ময়নাতদন্তের সময় যখন সুশান্তের পরিবার বাইরে দাঁড়িয়ে, সেই সময় রিয়া কীভাবে সোজা মর্গে ঢুকে গেলেন ? এই তথ্য উঠে আসায় তোলপাড় হয়ে যাচ্ছে সংবাদমাধ্যম। কার অনুমতি নিয়ে রিয়া ১৪ জুন কুপার হাসপাতালের মর্গে প্রবেশ করেন, তা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। যদিও রিয়ার তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।


তবে সুশান্তের মরদেহের পাশে গিয়ে রিয়া চক্রবর্তীকে যখন 'আই অ্যাম সরি বাবু' বলতে শোনা যায়, সেই সময় সেখানে হাজির ছিলেন সুরজিত সিং রাঠোর নামে এক ব্যক্তি। ১৪ জুন মর্গে ঢোকার পর রিয়া কী করেন, তা ওই প্রতক্ষ্যদর্শীর বয়ান থেকেই স্পষ্ট। সুরজিত সিং রাঠোরকে সংবাদমাধ্যমের সামনে আরও কয়েকটি দাবি করতেও শোনা যায়। তাঁর দাবি, সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর 'মাস্টারমাইন্ড' নাকি প্রয়াত অভিনেতার প্রযোজক বন্ধু সন্দীপ সিং। তাঁর পরিকল্পনাতেই সব হয়েছে বলেও দাবি করেন সুরজিত। এমনকী, সন্দীপ সিং-কে 'খুনি' বলে অভিযোগ করেন সুরজিত সিং রাঠোর নামে ওই ব্যক্তি।