নিজস্ব প্রতিবেদন : চেতন ভগতের হাফ গার্লফেন্ড নিয়ে ছবি তৈরি করেন পরিচালক মোহিত সুরি। ২০১৭ সালে মুক্তি পায় মোহিত সুরির ওই সিনেমা। ২০১৫ সালে হাফ গার্লফেন্ড নিয়ে ছবি তৈরি করা হবে বলে ট্য়ুইট করেন চেতন ভগত। শুধু তাই নয়, হাফ গার্লফ্রেন্ডে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত। ভক্তদের এমন খবরও জানান চেতন ভগত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : 'সুশান্ত আমার ছেলের মতো', শোক প্রকাশ কুমার শানুর


যদিও পরবর্তীকালে সুশান্ত সিং রাজপুতের জায়গায় হাফ গার্লফ্রেন্ডে অভিনয় করেন অর্জুন কাপুর। সুশান্তের মৃত্যুর পর এবার চেতন ভগতের সেই পুরনো ট্য়ুইটই ভাইরাল হতে শুরু করেছে।


আরও পড়ুন  : হিন্দি শেখানো থেকে অভিনয়, সুশান্তই শিখিয়ে পড়িয়ে নেন, স্মৃতি হাতড়াচ্ছেন সারা



স্বজনপোষণের জেরেই সুশান্ত সিং রাজপুতের জায়গায় হাফ গার্লফ্রেন্ডে অভিনয় করেন অর্জুন কাপুর। চেতন ভগতের পুরনো ট্যুইট দেখে ক্ষেপে ওঠেন নেটিজেনদের একাংশ। স্বজনপোষণের জেরেই সুশান্ত সিং রাজপুতকে সরিয়ে তাঁর জায়গায় অর্জুন কাপুরকে নিয়ে আসা হয় বলে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন নেটিজেনরা। 


 



এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলে দাবি করতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। সুশান্তের মৃত্যুর বিচার চাই বলে ক্যাম্পেইনও শুরু করেছেন অভিনেতা শেখর সুমন। এসবের পাশাপাশি আরও জানা যাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত যেভাবে হচ্ছে, তাতে নাকি একেবারেই খুশি নন এসএসআর-এর পরিবার। তাঁরাও সিবিআই তদন্তের দাবি করতে পারেন বলে খবর।