নিজস্ব প্রতিবেদন: ​রিয়া চক্রবর্তী যদি নিজে থেকে আত্মহত্যা না করেন, তাহলে লোক পাঠিয়ে তাঁকে খুন করা হবে। ধর্ষণও করা হবে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এভাবেই হুমকি দেওয়া হয় রিয়া চক্রবর্তীকে। নিজের ইনস্টাগ্রামে হুমকি পোস্ট করে সাইবার ক্রাইমের সাহায্য চাইলেন রিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আরও পড়ুন : ভালবাসায় মগ্ন, সুশান্ত-রিয়ার এই ছবিগুলি দেখেছেন!


রিয়ার অভিযোগ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক করে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। কখনও ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয় তাঁকে। আবার কখনও অশ্লীল শব্দ ব্যবহার করে অপমান করা হচ্ছে। গত এক মাস ধরে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য তিনি করেননি। কিন্তু এবার বাধ্য হয়েই তিনি সাইবার ক্রাইমের সাহায্য চাইছেন বলে দাবি করেন রিয়া। সামাজিক মাধ্যমে যে বা যাঁরা তাঁকে খুন, ধর্ষণের হুমকি দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে সরব হয়ে এবার সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন রিয়া।


আরও পড়ুন : শ্যুটিংয়ের মাঝে ক্যাটরিনাকে প্রকাশ্যে পিটিয়েছিলেন সলমন খান?


প্রসঙ্গত সুশান্তের মৃত্যুর পর তাঁর বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেন নেট জনতার একাংশ। শুধু তাই নয়, মহেশ ভাটের কথাতেই রিয়া সুশান্তকে মনোবিদের কাছে নিয়ে যান। মহেশ ভাটের অঙুলি হেলনেই রিয়া চক্রবর্তী সুশান্তকে দিনের পর দিন ধরে মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করতে শুরু করেন অনেকে। যা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা দেশ। এমনকী, সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলেও দাবি জানাতে শুরু করেন প্রয়াত অভিনেতার অনুগামীরা।