সুশান্তের মৃত্যুর ২ মাস পর কেন সুর চড়াচ্ছেন সিবিআই নিয়ে! আক্রমণের মুখে বরুণ
আক্রমণ করা হয় পরিণীতি চোপড়াকেও
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২ মাস কেটে গিয়েছে। এখনও পর্যন্ত সুশান্তের মৃত্যুর রহস্যের পর্দা ফাঁস হয়নি। সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলে প্রায় গোটা দেশের মানুষ দাবি জানাতে শুরু করেছেন। সেই দাবিতে সুর মেলালানে বরুণ ধাওয়ান, পরিণীতি চোপড়া-রাও। সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে যখন বরুণ, পরিণীতিরা সুর চড়াচ্ছেন, সেই সময় জোরদার আক্রমণ করা হল হাম্পটি শর্মা কি দুলহানিয়ার অভিনেতাকে।
আরও পড়ুন : সুশান্ত, জিয়াকে ফাঁসিয়ে, অর্থ হাতিয়ে সরে পড়েছে সঙ্গীরা, বিস্ফোরক দাবি রাবিয়ার
সুশান্তের মৃত্যুর ২ মাস পর কেন বরুণরা সিবিআই তদন্তের দাবি করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেট জনতার একাংশ। শুধু তাই নয়, সামনেই বরুণের কুলি নম্বর ওয়ান পার্ট টু-এর মুক্তি। সেই কারণেই কি তাঁরা এসএসআর-এর মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলে দাবি করছেন বলিউড অভিনেতা! তোলা হয় এমন প্রশ্নও।
প্রসঙ্গত গত বুধবার সড়ক টু-এর মুক্তির পর চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে মহেশ ভাটের সিনেমা। সড়ক টুৃ-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর দর্শকরা তেড়ে 'ডিসলাইকে' ক্লিক করতে শুরু করেন। যার জেরে পেজ থ্রি-র শিরোনামে উঠে আসে সড়ক টু-এর অপছন্দ করার খবর। সড়ক টু-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর দর্শকরা যেভাবে রাগ, ক্ষোভ উগরে দেন আলিয়ার সিনেমার বিরুদ্ধে, তার জেরে ভয় পেয়েই কি বরুণ এবার সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন! উঠতে শুরু করেছে এমন প্রশ্ন। পাশাপাশি নেট জনতা একাংশের তরফে আক্রমণও করা হচ্ছে ডেভিড ধাওয়ানের ছেলেকে।