নিজস্ব প্রতিবেদন : গণপতি বাপ্পার সঙ্গে সুশান্ত। সারা দেশ যখন গণেশ চতু্র্থী উদযাপনে ব্যস্ত, তখন গণপতির সঙ্গে সুশান্তের পুরনো ছবি শেয়ার করলেন দিদি শ্বেতা সিং কীর্তি। ক্যাপশানে লিখলেন, ''বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমাপ্রভ, নির্বিঘ্ন কুরুমে দেব, সর্বকায়েষু সর্বদা।''  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সুশান্তের জন্য আয়োজন করা হয় সারা বিশ্বব্যপী স্মরণসভা। যেখানে তাঁর আদরের 'গুলশন ভাই'য়ের জন্য গায়েত্রী মন্ত্র পাঠ করতে দেখা সুশান্তের ছোট দিদি শ্বেতাকে। সারা বিশ্বব্যপী আয়োজিত স্মরণসভায় মোট ১০১টি দেশের বহু মানুষ অংশ নেন। শ্বেতা লেখেন, ''এই অনুষ্ঠানে সকলের স্পর্শ ছুঁয়ে গেল। আমাদের চারপাশে বহু মানুষ জুড়ে রয়েছেন, এখন ইতিবাচক মনে হচ্ছে। যাঁর এই অনুষ্ঠান আয়োজন করতে সাহায্য করলেন, তাঁদের সকলকে ধন্যবাদ। ১০১টি দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই স্মরণসভায় যোগ দেন। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রীস্টান সেটা বিষয় নয়, সকলে এক হয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করলেন আমাদের সকলের প্রিয় সুশান্তের জন্য।''


আরও পড়ুন-১৩ তারিখ রাত সাড়ে ১০টায় সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়, বিস্ফোরক সুশান্তের প্রতিবেশী




প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন CBI। এই পরিস্থিতি শুধু সুশান্তের পরিবার নয়, সারা বিশ্বব্যপী মানুষই প্রিয় অভিনেতার জন্য ন্যায় চেয়ে প্রার্থনা করছেন।


আরও পড়ুন-CBI এর জিজ্ঞাসাবাদের মুখে বড় তথ্য সামনে আনলেন সুশান্তের ময়নাতদন্তকারী ডাক্তাররা