নিজস্ব প্রতিবেদন :  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে জিজ্ঞসাবাদ করার তোড়জোড় করছে পুলিস। মঙ্গলবারই এই সাংবাদিক তথা চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে মুম্বই পুলিসের তরফে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। ২০১৭ এবং ২০১৯ সালে নাম না করেই সুশান্তের সমালোচনা করেন রাজীব। ওই ঘটনার প্রেক্ষিতেই এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মৃত্যুর আগে বিতর্কের পর কেউ গলা চেপে ধরে? সুশান্তের আত্মার সঙ্গে কথা প্যারানর্মাল বিশেষজ্ঞর!


সুশান্তের সমালোচনা করে যে সমস্ত খবর প্রকাশিত হত, তা দেখে বিমর্ষ হয়ে পড়তেন অভিনেতা। সুশান্তের ম্যানেজার, বন্ধুদের জিজ্ঞাসাবাদর করে এমনই তথ্য উঠে এসেছে। এরপরই রাজীব মাসান্দকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর পাওয়া যায়।


আরও পড়ুন : সইফ-করিনার ৩ হাজার স্কয়ার ফিটের ফ্ল্যাটের দাম শুনলে চমকে উঠবেন


২০১৯ সালে নভেম্বর মাসে একবার হাসপাতালে ভর্তি হন সুশান্ত সিং রাজপুত। অবসাদে ভোগার জেরেই ওই সময় হাসপাতালে ভর্তি করা হয় সুশান্তকে। ওই সময় ৫ জন চিকিতসক সুশান্তের চিকিতসার দায়িত্ব নেন। রাজীব মাসান্দের কলমে তখন ওকটি আর্টিকেল উঠে আসে বলে খবর। প্রসঙ্গত বলিউডের হাই প্রোফাইল প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে সুসম্পর্কের জন্যই পরিচিত রাজীব মাসান্দ।