নিজস্ব প্রতিবেদন : AIIMS-এর টিমের তরফেই আমাকে বলা হয়েছিল সুশান্তকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দাবি করলেন সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং। পাশাপাশি, এই মৃত্যু নিয়ে CBI সিদ্ধান্ত নিতে দেরি করায় হতাশা প্রকাশ করেন বিকাশ সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সুশান্তের পরিবারে আইনজীবী টুইট করেন, ''সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন, সেবিষয়ে সিদ্ধান্ত নিতে CBI যেভাবে দেরি করছে, তাতে আমরা হতাশ। AIIMS-এর চিকিৎসকরা অনেক আগেই আমায় জানিয়েছিলেন তাঁরা ২০০ শতাংশ নিশ্চিত যে সুশান্তকে গলা টিপে মেরে ফেলা হয়েছে।''



পরিবারের আইনজীবী বিকাশ সিংয়ের টুইট শেয়ার করে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি লেখেন, ''আমরা অনেক ধৈর্য ধরে রয়েছি, সত্য প্রকাশ্যে আসতে আর কত সময় লাগবে?''



প্রসঙ্গত, গত ১৪ জুন মৃত্যু হয় গত ১৪ জুন। বান্দ্রার ফ্ল্য়াট থেকে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই মামলায় এই মুহূর্ত CBI-এর পাশাপাশি NCB ও ED-ও তদন্ত করছে।


আরও পড়ুন-সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি : AIIMS