Sushant Singh Rajput : সুশান্তের সেই ফ্ল্যাটে ঝুলছে `ফর রেন্ট বোর্ড`, আসছেন না কেউ...
সেদিন সুশান্তের মৃত্যুর খবর পেয়ে বান্দ্রার সি-ফেসিং সেই ফ্ল্যাটের নিচে উপচে পড়েছিল ভিড়। তারপর আস্তে আস্তে ভিড় সরে গিয়েছে। সুশান্তের মৃত্যুর পর পার হয়েছে প্রায় আড়াই বছর। বান্দ্রার সেই ফ্ল্যাট আজ একেবারে ফাঁকা। নাহ, সুশান্তের পর আজ আর সেই ফ্ল্যাটে কেউ থাকেন না। সেই ফ্ল্যাটের মালিক আজ ভাড়াটিয়া খুঁজছেন। নতুন ভাড়াটিয়া হয়ে কে থাকবেন সেই ফ্ল্যাটে..
Sushant Singh Rajput, Mumbai, জি ২৪ ঘন্টা ডিজিট্যাল ব্যুরো : সালটা ২০২০, ১৪ জুন মুম্বইয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। আচমকা সুশান্তের মৃত্যুর খবর পেয়ে বান্দ্রার সি-ফেসিং সেই ফ্ল্যাটের নিচে উপচে পড়েছিল কাছের মানুষ, কৌতুহলী জনতা আর সংবাদমাধ্যমের ভিড়। তারপর আস্তে আস্তে ভিড় সরে গিয়েছে। সুশান্তের মৃত্যুর পর পার হয়েছে প্রায় আড়াই বছর। বান্দ্রার সেই ফ্ল্যাট আজ একেবারে ফাঁকা। নাহ, আজ আর সেই ফ্ল্যাটে কেউ থাকেন না। সেই ফ্ল্যাটের মালিক আজ ভাড়াটিয়া খুঁজছেন।
হ্যাঁ, বান্দ্রার সেই সমুদ্রমুখী ৪ কামরার সেই ডুপ্লেক্স ফ্ল্যাটে সুশান্ত ভাড়াটিয়া হয়েই গিয়েছিলেন। জানা গিয়েছিল, সুশান্ত সেই ফ্ল্যাটের জন্য মাসিক সাড়ে ৪ লক্ষ টাকা ভাড়া দিতেন। সম্প্রতি সেই ফ্ল্যাটটি আবারও ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছেন এক ব্রোকার রফিক মার্চেন্ট। তিনি ট্যুইটারে লিখেছেন, বান্দ্রার ওই ৪ কামরার ওই ডুপ্লেক্স, টেরেস সহ মাসিক ৫ লক্ষ টাকার বিনিময়ে ভাড়ায় পাওয়া যাবে। সঙ্গে পোস্ট করেছেন ফ্ল্যাটের অন্দরমহলের ভিডিয়ো।
আরও পড়ুন- লিঙ্গ বৈষম্যে ইন্ধন! বিজ্ঞাপনে মুখ দেখিয়ে সমালোচনার মুখে মিলিন্দ...
আরও পড়ুন-'পরী'র অভিযোগ মিথ্যা! আমি ভালোবাসি সোনিকে, প্রকাশ্যে বললেন মিম...
তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ব্রোকার রফিক মার্চেন্ট জানিয়েছেন, ফ্ল্যাটের মালিক NRI, তাই তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়ে রাখেন। তবে এবার আর তিনি কোনও বলি তারকাকে ফ্ল্যাট ভাড়া দিতে চান না। আপাতত তিনি কোনও কর্পোরেটকেই ওই ফ্ল্যাট ভাড়া দিতে চান।
প্রসঙ্গত, ১৪ জুন সেই অভিশপ্ত দিন, বান্দ্রার ওই ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। প্রাথমিকভাবে সুশান্তের মৃত্যকে আত্মহত্যা বলেই দাবি করেছিল মুম্বই পুলিস। যদিও এনিয়ে বহু মতোবিরোধ রয়েছে। এখনও এই মামলা সিবিআই-এর তদন্তাধীন রয়েছে।