Sushant Singh Rajput: ‘ভাঙা ছিল সুশান্তের পা, আত্মহত্যা মৃত্যুর কারণ নয়’ দাবি হাসপাতালকর্মীর
Sushant Singh Rajput: ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিছুদিন পরেই হাসপাতালের এক কর্মী দাবি করেছিলেন যে, আত্মহত্যায় মৃত্যু হয়নি সুশান্তের। ট্যুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি।
Sushant Singh Rajput, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিছকই আত্মহত্যা নাকি খুন! এই তর্ক এখনও থামেনি। দু বছর পেরিয়ে গিয়েও কোনও মীমাংসা হয়নি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। চলছে সিবিআই তদন্তও। কিন্তু এর মাঝেই সোমবার সামনে এল বিস্ফোরক তথ্য। যিনি সুশান্তের দেহের ময়নাতদন্ত করেছিলেন, তাঁর দাবি আত্মহত্যা করে মৃত্যু হয়নি সুশান্তের, তাঁকে খুন করা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রূপকুমার শাহ, যিনি সুশান্ত সিং রাজপুতের পোস্টমর্টেম করেন, তিনি দাবি করেন যে, সুশান্তের দেহে ও গলায় একাধিক আঘাতের দাগ পাওয়া যায়। তাঁকে খুনই করা হয়েছিল।তবে এই প্রথম নয়, এর আগে হাসপাতালের এক কর্মী সংবাদমাধ্যমে জানিয়েছিল যে, পা ভাঙা অবস্থায় হাসপাতালে এসেছিল সুশান্তের দেহ।
আরও পড়ুন-Arijit Singh Concert: অরিজিতের ভক্তদের জন্য দুঃসংবাদ, ইকো-পার্কে বাতিল শো?
২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিছুদিন পরেই হাসপাতালের এক কর্মী দাবি করেছিলেন যে, আত্মহত্যায় মৃত্যু হয়নি সুশান্তের। ট্যুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি। সেখানে হাসপাতালের এক কর্মী দাবি করেন যে, সুশান্তের গলায় ছিল সূচ ফোটানোর দাগ। এমনকী ভাঙা ও মচকানো ছিল সুশান্তের পা। সোমবার কুপার হাসপাতালের মর্গের কর্মীর বক্তব্য সামনে আসার পরেই তাঁর নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন সুশান্তের দিদি।
‘যেদিন সুশান্ত সিং রাজপুত মারা যান, সেদিন কুপার হাসপাতালে পোস্টমর্টেম ছিল ৫টি দেহের। সেই পাঁচটার মধ্যে একটা ছিল ভিআইপি। যখন আমরা ময়নাতদন্ত করতে যাই তখন জানতে পারি যে তিনিই হলেন সুশান্ত সিং রাজপুত। সারা দেহে অংশ আঘাতের চিহ্ন ছিল এবং গলায় ছিল দুই থেকে তিনটে আঘাতের চিহ্ন। সেই পোস্টমর্টেম ভিডিয়ো রেকর্ড করার কথা ছিল কিন্তু উচ্চপদস্থ কর্তাদের তরফে জানানো হয়, ভিডিয়ো করতে হবে না। শুধুমাত্র ছবি তুলতে হবে। তাঁদের কথা মতোই কয়েকটা ছবি তোলা হয়’, দাবি ময়নাতদন্তকারীর।
Sushant Singh Rajput: ‘আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত’, বিস্ফোরক দাবি ময়নাতদন্তকারীর
এখানেই শেষ নয়, যিনি পোস্টমর্টেম করেন তাঁর অভিযোগ যে, তিনি প্রথমেই উচ্চপদস্থ কর্তাদের জানিয়েছিলেন যে, এটা খুন। সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে। কিন্তু তাঁকে নিয়ম ও নির্দেশ অনুযায়ীই কাজ করতে বলা হয়। তিনি বলেন, ‘যখন প্রথমবার আমি সুশান্তের দেহ দেখতে পাই, আমি আমার উপরের কর্তাদের জানাই যে, এটা আত্মহত্যা নয়, এটা খুন। আমি তাঁদের বলেওছিলাম কিন্তু আমাকে নিয়ম মানতে বলা হয়। তখন আমার সিনিয়ররা বলেন যে, নিয়ম অনুযায়ী কাজ করো। যত তাড়াতাড়ি সম্ভব ছবি তুলে পোস্টমর্টেম করে দেহটি পুলিসের হাতে তুলে দাও। আমরা রাতে পোস্টমর্টেম করেছিলাম।’