নিজস্ব প্রতিবেদন : ২৭ বছরের উঠতি মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ১৫ বছের ছোট মডেল রোমান শলের সঙ্গে এই মুহূর্তে জমিয়ে প্রেম করছেন তিনি। যা নিয়ে সিনে মহলে কম জল্পনা হচ্ছে না। কিন্তু, তাতে কিছু এসে যায় না তাঁর। বিশ্ব সুন্দরী হওয়ার পর মাত্র ২১ বছরে যখন প্রথমবার মেয়ে রিনিকে দত্তক নিয়েছিলেন, তখনও সমাজকে বুড়ো আঙুল দেখিয়েই নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। আর এবারও তার অন্যথা হয়নি। ১৫ বছরের ছোট বন্ধুকে নিয়েই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : অভিনয় থেকে বিদায়? বিয়ের জন্য চরম সিদ্ধান্ত প্রিয়াঙ্কার?
রোমানের সঙ্গে যেমন তাঁর দুই মেয়ের ভাল সম্পর্ক, তেমনি তিনিও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রাখছেন বিশেষ বন্ধুর সঙ্গে। আর সেই কারণেই জন্মদিন হোক বা অন্য কিছু, প্রায়শই সুস্মিতা সেনকে রোমান শলের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। দেখুন সেই ছবি...



 



সম্প্রতি জন্মদিন উপলক্ষে দাঁড়ি গোঁফহিন রোমানকে দেখতে চেয়েছিলেন সুস্মিতা। বান্ধবীর কথা অনুযায়ী, 'ক্লিন শেভড' হয়েই সুস্মিতার সামনে ধরা দেন রোমান। সেই সঙ্গে জানিয়েও দেন, সুস্মিতা চেয়েছিলেন বলেই, নতুন লুকে নিজেকে মানিয়ে নিয়েছেন। রোমানের ওই ছবি দেখে রীতিমত আপ্লুত হয়ে যান সুস্মিতা।