নিজস্ব প্রতিবেদন : প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী, চিত্রগ্রাহক রাম ইন্দ্রনীল কামাত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। জানা যাচ্ছে, বুধবার রাত ৩ টে নাগাদ মুম্বইয়ের মাতুঙ্গার ফ্ল্যাট থেকে রাম ইন্দ্রনীল কামাতের দেহ উদ্ধার হয়। শৌচাগারের বাথটাবে পড়েছিল চিত্রশিল্পীর নিথর দেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, চিত্রগ্রাহক রাম ইন্দ্রনীল কামাতকে বাথটাবে পড়ে থাকতে দেখেন তাঁর মা। তাঁকে সিয়ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মাতুঙ্গা থানার পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছে। ময়নাতদন্তের পরই পরবর্তী তদন্ত শুরু হবে বলে জানাচ্ছে মুম্বই পুলিস। চিত্রশিল্পী, চিত্রগ্রাহক রাম ইন্দ্রনীল কামাত মানসিক অবসাদের কারণেও আত্মহত্যা করতে পারেন বলেও অনুমান করা হচ্ছে। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।


প্রসঙ্গত, চিত্রশিল্পী, চিত্রগ্রাহক রাম ইন্দ্রনীল কামাত অভিনেত্রী সুস্মিতা সেনের বন্ধু। মুম্বইয়ের ফ্ল্যাটে তিনি তাঁর মায়ের সঙ্গেই থাকতেন। কাচের উপর চিত্রকল্পের জন্য বিখ্যাত ছিলেন রাম ইন্দ্রনীল কামাত। পাশাপাশি তিনি ফটোগ্রাফার হিসাবেও খ্যাতিলাভ করেছিলেন।