নিজস্ব প্রতিবেদন : অপেক্ষার অবসান। অবশেষে বহু প্রতীক্ষিত বেশকিছু ছবির মুক্তির দিন ঘোষণা করল SVF। এই তালিকায় রয়েছে 'ট্যাংরা ব্লুজ', 'সাইকো', 'গোলন্দাজ', 'কাকাবাবুর প্রত্যাবর্তন' এবং 'শঙ্কু আর ফেলুদা'। এবছরই মুক্তি পাচ্ছে এই সবকটি ছবি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এক ঝাঁক নতুন চমক নিয়ে আসছে Hoichoi, কী কী থাকছে সেখানে?


SVF-এর ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল মুক্তি পাচ্ছে 'ট্যাংরা ব্লুজ'। ছবিটির পরিচালনা করেছেন সুপ্রিয় সেন। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। 



বিরসা দাশগুপ্ত-র ছবি 'সাইকো' মুক্তি পাচ্ছে আগামী ২১ মে। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। 



সুপারস্টার দেব অভিনীত পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'গোলন্দাজ' মুক্তি পাবে ১৩ অগস্ট। ছবিতে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বেশে ধরা দেবেন দেব। 



সৃজিত মুখোপাধ্যায়ের 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তি পাবে এবছর দুর্গাপুজোর ঠিক আগে, আগামী ৮ অক্টোবর। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।



সন্দীপ রায়ের পরিচালনায় 'শঙ্কু আর ফেলুদা' মুক্তি পাবে ২৪ ডিসেম্বর, এবছর ক্রিসমাসের ছুটির ঠিক আগে আগে। 



প্রসঙ্গত, দুদিন আগেই OTT প্ল্যাটফর্ম 'হইচই'-এর তরফেও একগুচ্ছ সিনেমা ও সিরিজের কথা ঘোষণা করা হয়। 


আরও পড়ুন-'গুমনামী'র ঝুলিতে দু'টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 'অসম্ভব খুশি', বললেন Srijit