নিজস্ব প্রতিবেদন: মোবাইলের ছোট্ট স্ত্রিনে টাটকা 'কার্টুন'। রাতদুপুরে একলা ঘরে গা ছম ছম ব্যাপার। ভৌতিক শিহরণে মাঝে মাঝেই চোখ চলে যাবে এদিক ওদিক... কেউ দাঁড়িয়ে নেই তো?
'তেনাদের' অস্তিত্বে বিশ্বাস থাকুক বা না-থাকুক, 'কার্টুন' দেখতে দেখতে শিরদাঁড়া দিয়ে বইবেই হিমেল স্রোত। ভাবছেন, কার্টুনে আবার ভয় কী? তাহলে বলি, এ কার্টুন, সে কার্টুন নয়। 
শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ওয়েব সিরিজ 'কার্টুন'। ভৌতিক এই কাহিনী দেখা যাবে এসভিএফের এন্টারটেনমেন্ট অ্যাপ 'হৈচৈ'-এ। 'কার্টুন' ছাড়াও আরও নানা ওয়েবসিরিজ দেখা যাবে এই অ্যাপে। 'কার্টুন' দেখা যাচ্ছে ৭টি এপিসোডে। পরিচালক সৌরভ চক্রবর্তীর পরিচালনায় এই ওয়েবসিরিজের পরতে পরতে ভৌতিক রহস্যের হাতছানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

  



কাহিনী ও বিশ্লেষণ


অরিত্র (মৈনাক বন্দ্যোপাধ্যায়) পেশায় কার্টুনিস্ট, অরিত্রর স্ত্রী জিনিয়া (পায়েল সরকার) দু'জনে ভাড়া থাকে একটি পুরনো ফ্ল্যাটে। আর তাঁদের সঙ্গে প্রথম দিন নতুন ফ্ল্যাটে আসে অরিত্র-জিনিয়ার কিছু বন্ধু-বান্ধব। ঘর সাজানো গোছানোর পর শুরু হয় পার্টি। সব কিছু ঠিকঠাকই চলছিল। তখনই রহস্যের শুরু কার্টুনিস্ট অরিত্রকে নিয়ে। হঠাৎ একটা দমকা হাওয়া সবকিছু ওলটপালট করে দেয় অরিত্রর ঘরে তাঁর আঁকার জিনিসপত্র। সেসব কিছুটা সামলে অরিত্র বিছানায় শুতেই তাঁর চোখ লেগে এল। আর তারপরই শুরু ভূতুড়ে কাণ্ডকারখানা। যদিও চোখ খুলতে অরিত্র দেখল সে স্বপ্ন দেখছিল। যাক, স্বস্তি। তবে সেটা সাময়িক, শান্তি কিন্তু নেই। তার বাড়ির কোনও এক 'বাসিন্দা' নষ্ট করে দিচ্ছিল অরিত্র আঁকা সব কার্টুন । এর পর থেকে অরিত্রর সঙ্গেই ঘটতে থাকে নানান সব ভয়ানক ঘটনা। কিন্তু কেন? এখানেই রহস্য। 


'কার্টুন'-এর ৭টা এপিসোডেই আপাদমস্তক রহস্যে ও ভৌতিক কাণ্ডকারখানায় ভরা। যা দেখলে আপনিও শিহরিত হতে বাধ্য। ওয়েবসিরিজ শেষ এপিসোডে গিয়ে রহস্যে উদঘাটন হয়। তবে ততক্ষণ টিকে থাকাই সব থেকে বড় চ্যালেঞ্জ।


বাংলায় ভৌতিক কাহিনি নিয়ে এটাই প্রথম ছবি নয়। তবে পরিচালক সৌরভ চক্রবর্তীর এই ওয়েবসিরিজটি একেবারেই অন্যরকম। সমকালীন মোড়কে কাহিনীকে উপস্থাপিত করেছেন পরিচালক। ফলে তরুণ দর্শকদের তা গ্রহণ করতে কখনো অসুবিধা হয় না। অরিত্রর চরিত্র মৈনাক বন্দ্যোপাধ্যায় আর জিনিয়ার চরিত্রে পায়েল সরকার অভিনয়ও খুব সাবলীল, যা আপনাকেও গল্পের সঙ্গে একাত্ম করে তুলবে। অভিনয় দক্ষতার পরিচয় দেখিয়েছেন অন্যান্যরাও। তবে রথীকান্তের চরিত্রে অরুণ মুখোপাধ্যায়ের অভিনয়ের প্রশংসা না করলেই নয়। অতবড় একটা ভৌতিক বাড়িতে তাঁর উপস্থিতি, ভূতের সঙ্গে কথোপকথন 'কার্টুন'-কে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে। ভৌতিক আবহ আরও কিছুটা ভয়াবহ করে তুলেছে আবহ সঙ্গীত।



হৈচৈ-এর অন্যান্য ওয়েব সিরিজগুলির মধ্যে 'কার্টুন' একেবারেই অন্যরকম। তবে হৈচৈ অ্যাপ মোবাইল ফোনে ডাউনলোড করে সহজেই দেখা যেতে পারে ওয়েব সিরিজটি। দেখা যাবে যে কোনও কম্পিউটারে। তাহলে চটপট আলাপ সেরে ফেলুন মোবাইল ফোন বন্দি এই ভূতের সঙ্গে।





দেখতে ক্লিক করুন- https://www.hoichoi.tv/


প্রথম এপিসোড দেখতে ক্লিক করুন-


https://www.hoichoi.tv/films/title/cartoon-s01e01-somethings-there