নিজস্ব প্রতিবেদন : ​মঙ্গলবারই শেষ হওয়ার কথা ছিল রিয়া চক্রবর্তীর বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। উলটে রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তীর বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২০ অক্টোবর পর্যন্ত। যে খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলতে শুরু করেন বলিউডের একাংশ। যার মধ্যে স্বরা ভাস্কর, অনুভব সিনহা, কণিকা ধিঁলোরা রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : তদন্ত প্রক্রিয়া থেকে বাদ পড়বেন না সুশান্তের দিদি, স্পষ্ট জানাল মুম্বই পুলিস


রিয়ার মুক্তির দাবিতে এবার সরব হতে শুরু করেছেন সেলেবদের একাংশ। চলচ্চিত্র পরিচালক অনুভব সিনহা বলেন, গত এক মাস ধরে রিয়া জেলে রয়েছেন। যা নিয়ে কার্যত ক্ষোভ উগরে দেন অনুভব। অভিনেত্রী স্বরা ভাস্করও রিয়ার মুক্তির দাবিতে আরও বেশি করে সোচ্চার হতে শুরু করেছেন। চিত্রনাট্যকার কণিকা ধিঁলোও রিয়া চক্রবর্তীর মুক্তির দাবিতে সরব হয়েছেন। শুধু তাই নয়, রিয়া মুক্তির দাবিতে এবার প্রত্যেকের এগিয়ে আসা প্রয়োজন বলেও মন্তব্য করেন কণিকা।


 




এইমসের ফরেন্সিক বিভাগের চিকিৎসক সুধীর গুপ্তা সম্প্রতি জানান, সুশান্তের মৃত্যু আত্মহত্যা। অভিনেতার মৃত্যুর সঙ্গে খুনের কোনও যোগ নেই। সুধীর গুপ্তার ওই দাবির পর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী রিয়ার মুক্তির দাবিতে মুখ খোলেন। রিয়াকে কোনও ধরনের হেনস্থা ছাড়া এবার মুক্ত করা হোক বলে দাবি করেন অধীর। পশ্চিমবঙ্গের কংগ্রেস সাংসদের ওই দাবিতে সমর্থন জানান স্বরা ভাস্কর। অধীর চৌধুরী ঠিকই বলছেন। শিগগিরই রিয়াকে মুক্তি দেওয়া হোক বলে সুর চড়ান বলিউডের এই অভিনেত্রী। সোমবারের পর মঙ্গলবার ফের রিয়া চক্রবর্তীর মুক্তির দাবিতে সোচ্চার হন ভিরে দি ওয়েডিং অভিনেত্রী।