`এটা খুন`, ট্রেনে চাপা পড়ে পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠলেন স্বরা
ট্রেনের নীচে কাটা পড়ে ৭ পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে এবার ফুঁসে উঠলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
নিজস্ব প্রতিবেদন : মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মালগাড়ির নীচে চাপা পড়ে ৭ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবরে গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়। সেই আগুনের আঁচ থেকে সেলেবরাও যে বাদ পড়েননি, তা বেশ স্পষ্ট। ট্রেনের নীচে কাটা পড়ে ৭ পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে এবার ফুঁসে উঠলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
সম্প্রতি ট্যুইটারে এক ব্যক্তি সরকারকে আক্রমণ করেন ৭ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায়। শ্রমিক স্পেশাল যেখানে ২ দিন আসার কথা, সেখানে কেন ৯ িদন সময় লাগল বলে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, খিদে এবং তৃষ্ণা নিয়ে ট্রেনেরে তলায় চাপা পড়ে ৭ পরিযায়ী শ্রমিকের প্রাণ চলে যায় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই ব্যক্তির ট্যুইটের পরই স্বরা ভাস্কর পালটা মন্তব্য করেন। তিনি দাবি করেন, 'এটা খুন'। পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে ট্য়ুইট পালটা ট্যুইটে ফের সরগরম হয়ে ওঠে ট্যুইটার।