Swastika Mukherjee: `শুধু ক্লিভেজে আটকে থাকলে খুবই অসুবিধে!`
Swastika Mukherjee: শাড়ি বিতর্ক নিয়ে ফের তুমুল বিঁধলেন স্বস্তিকা। তিনি লেখেন, `লাইন শব্দটার কেবল একটাই অর্থ হতে পারে বা একটাই প্রসঙ্গে ব্যবহার করা যাবে - শুধু বুকের খাঁজ বা শাড়ীর আঁচলে পুরো বিষয়টা সীমাবদ্ধ হযে গেলে খুব অসুবিধে হবে। তেড়ে আসার আগে একটু পুরোটা পড়ে নেবেন এই আর কি। ধন্যবাদ।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee) নিয়ে বিতর্ক কম হয় না। শুধু তাই নয়, যে কোনও বিতর্কিত বিষয়ে সোজাসাপ্টা উত্তর দিতে দ্বিধা বোধ করেন না স্বস্তিকা। অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য পরিচিত তিনি। পেশাগত ছাড়াও স্বস্তিকা নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ।
সম্প্রতি স্বস্তিকা নিজের ফেসবুক প্রোফাইলে 'লাইন' শব্দের ব্যবহারিক প্রয়োগ নিয়ে লিখেছেন, 'লাইন শব্দটার কি কোনও কপিরাইট হয়ে গিয়েছে? মুখ দিয়ে বেরোলেই লোকে বিচারপ্রবণ হয়ে ধেয়ে আসছে। ধরুন বললাম- তারাগুলো বেশ লাইন দিয়ে তাকিয়ে আছে বা তাল গাছের লাইন, তাতেও আমার গুষ্টির পিণ্ডি এক করে রেখে দিচ্ছে। একা অবিশ্যি আমার নয় শুনলাম অনেকের সঙ্গেই হচ্ছে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)